Advertisement
১১ মে ২০২৪

পণ্য না মেলায় রেশন দোকান ঘিরে বিক্ষোভ

এক মাস আগে চালু হয়েছে খাদ্য সুরক্ষা। তবুও পণ্য না মেলায় রেশন ডিলারের বাড়ি ও দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। অন্য এলাকার উপভোক্তারা পণ্য পেলেও মালদহের রতুয়া-২ ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরের গ্রাহকরা ওই এলাকার রেশন ডিলারের কাছ থেকে পণ্য পাননি বলে অভিযোগ।

বিক্ষুব্ধ গ্রাহকেরা। —নিজস্ব চিত্র।

বিক্ষুব্ধ গ্রাহকেরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০১:৫৭
Share: Save:

এক মাস আগে চালু হয়েছে খাদ্য সুরক্ষা। তবুও পণ্য না মেলায় রেশন ডিলারের বাড়ি ও দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

অন্য এলাকার উপভোক্তারা পণ্য পেলেও মালদহের রতুয়া-২ ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরের গ্রাহকরা ওই এলাকার রেশন ডিলারের কাছ থেকে পণ্য পাননি বলে অভিযোগ। এরই জেরে দুর্নীতির অভিযোগে সোমবার দুপুরে বিক্ষোভ দেখান তাঁরা।

প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন। তবে পণ্য না পেলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। দুর্নীতির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ওই ডিলার আব্দুল ওয়াহাব। নতুন উপভোক্তাদের জন্য পণ্য না মেলায় তা দেওয়া যাচ্ছে না বলে পাল্টা দাবি করেছেন তিনি।

মালদহের খাদ্য নিয়ামক আনন্দ বরাইলি বলেন, ‘‘ওই ডিলারকে আগে একবার পণ্য বিলিতে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশে তিনি ফের বহাল হন। এলাকার গ্রাহকরা কেন পণ্য পাচ্ছেন না তা খতিয়ে দেখা হচ্ছে।’’ রেশন ডিলারের গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

খাদ্য দফতর ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি থেকে মালদহে খাদ্য সুরক্ষা প্রকল্প চালু হয়েছে। জেলার হবিবপুর ও রতুয়া-২ ব্লকে প্রকল্পের কার্ড দেওয়াকে ঘিরে কিছু সমস্যা থাকলেও পরে তা মিটে গিয়েছে। কিন্তু তারপরেও কেন উপভোক্তারা পণ্য পাচ্ছেন না তা স্পষ্ট নয়।

গ্রাহকদের অভিযোগ, সম্বলপুর এলাকার ইসলামপুরে রেশন ডিলার আব্দুল ওয়াহাবের দু’টি রেশন দোকান রয়েছে। জানুয়ারি মাসে খাদ্য সুরক্ষা প্রকল্প চালু হলেও ওই দু’টি দোকান থেকে পণ্য মিলছে না। দরিদ্র গ্রাহকরা প্রতিদিন পণ্য নেওয়ার জন্য হাজির হলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এ দিন দল বেঁধে গ্রাহকরা রেশন দোকানে চড়াও হয়ে তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওই ডিলার পণ্য খোলাবাজারে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। পরে বিডিও অফিসে গিয়েও তাঁরা বিক্ষোভ দেখান।

এলাকার গ্রাহক মহম্মদ ইলিয়াস আলি, গোলাম ফারুকদের অভিযোগ, তাঁদের প্রতিদিন রেশন দোকানে গিয়ে খোঁজ নিতে বলা হচ্ছে। কিন্তু দোকানে গেলে পণ্য আসেনি বলে বলা হচ্ছে। তাঁরা বলেন, ‘‘অথচ অন্য এলাকার উপভোক্তারা কী ভাবে পণ্য পাচ্ছেন তার সদুত্তর মিলছে না।’’

ওই রেশন ডিলার আব্দুল ওয়াহাবের অবশ্য বলেন, ‘‘আমি পণ্য না পেলে কোথা থেকে দেব? পুরনো উপভোক্তাদের পণ্য দেওয়া হচ্ছে। কিন্তু পরে যাঁদের নতুন করে কার্ড দেওয়া হয়েছে তাঁদের পণ্য না আসায় দেওয়া যাচ্ছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE