Advertisement
০৬ মে ২০২৪

রক্তপরীক্ষার রিপোর্ট আসার আগেই মৃত্যু, ক্ষোভ পরিবারের

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে জ্বরে ভর্তির ২৪ ঘন্টার মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে বালুরঘাট হাসপাতালে ৩ জন ডেঙ্গিতে এবং ৪ জন রোগীর অজানা জ্বরে মৃত্যু হলো।

বালুরঘাট হাসপাতালে খোলা হয়েছে জ্বরের চিকিৎসার জন্য আলাদা ক্লিনিক। ছবি: অমিত মোহান্ত।

বালুরঘাট হাসপাতালে খোলা হয়েছে জ্বরের চিকিৎসার জন্য আলাদা ক্লিনিক। ছবি: অমিত মোহান্ত।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০১:৩৪
Share: Save:

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে জ্বরে ভর্তির ২৪ ঘন্টার মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে বালুরঘাট হাসপাতালে ৩ জন ডেঙ্গিতে এবং ৪ জন রোগীর অজানা জ্বরে মৃত্যু হলো। তবে রোগীর মৃত্যুর কারণ হিসাবে হাসপাতাল থেকে কারও মস্তিষ্কে রক্তক্ষরণ কারও বা রক্তাল্পতা বলে রিপোর্টে উল্লেখ করায় কেবল আত্মীয়দের মধ্যেই নয়, একাংশ স্বাস্থ্যকর্তার মধ্যেও ধোঁয়াশা তৈরি হয়েছে। কেননা, ডেঙ্গির উপসর্গ নিয়ে জ্বরে ভর্তি ওই রোগীদের রক্ত পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট মেলার আগেই তাদের মৃত্যু হয়েছে। সঠিক রোগ নির্ণয় না হওয়ার ফলে মৃত্যুর কারণও বদলে যাচ্ছে বলে আত্মীরা অভিযোগ তুলেছেন। পাশাপাশি বহির্বিভাগ থেকে পাঠানো বালুরঘাট হাসপাতালের প্যাথোলজি বিভাগে রোজ জ্বরের রোগীর রক্ত পরীক্ষা করে ভর্তির নেওয়ার পরিসংখ্যান ও তাদের দ্রুত চিকিতসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে।

এ দিন সকাল থেকে বহির্বিভাগে ছিল দীর্ঘ লাইন। বালুরঘাটের চকভৃগুর দিনমজুর গৌড় বর্মন, জ্বরে আক্রান্ত তার ৮ বছরের নাতি অসীমকে নিয়ে সকাল থেকে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করে টিকিট পান। এরপর নাতির রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের প্যাথোলজি বিভাগে গিয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয়। তত ক্ষণে পঞ্চম শ্রেণির পড়ুয়া অসুস্থ অসীম প্যাথোলজির বারান্দায় শুয়ে পড়েছে। হিলির বিনশিরা এলাকায় জ্বরে আক্রান্ত বুধিয়া মাহাতো কিংবা ডাবরা ঈশ্বরপুর এলাকার অপর্ণা রায় কোলের শিশুকন্যাকে নিয়ে দিনভর অপেক্ষা করে তারা আরও অসুস্থবোধ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুরো দস্তুর ফিভার-ক্লিনিক চালু করেও রোগীদের দ্রুত পরিষেবা পেতে নাকাল হতে হচ্ছে বলে অভিযোগ।

বালুরঘাট হাসপাতালের সুপার তপন বিশ্বাস অবশ্য বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ৭ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি জ্বরের রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮১ জন। তাদের মধ্যে ডেঙ্গির প্রাথমিক উপসর্গ এনএসওয়ান পজিটিভ ৪০ জনের রক্তে পাওয়া গিয়েছে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, এনএসওয়ান পজিটিভ মিলেছে জ্বরে ভর্তি অন্তত ৬২ জনের।

বালুরঘাট হাসপাতালে ডেঙ্গি এবং অজানা জ্বরে মৃত্যু অব্যাহত। বুধবার (২০ অক্টোবর) বালুরঘাট হাসপাতালে মৃত্যু হয় হিলি ব্লকের চকআন্ধারু এলাকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী বৃষ্টি বর্মনের (১১)। আগের দিন প্রবল জ্বর নিয়ে বৃষ্টিকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যু অ্যানিমিয়ার (রক্তাল্পতা) কারণে হয়েছে বলে রিপোর্টে লেখা রয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের এক অফিসারের কথায়, মাত্র ২৪ ঘন্টার মধ্যে রক্তাল্পতায় মৃত্যু অবাক করার মতো ঘটনা। ওই বালিকাকে কী রক্ত দেওয়ার ব্যবস্থ্য হয়নি। বৃষ্টি অত্যন্ত গরিব দিনমজুর পরিবারের। তার এক আত্মীয় বলেন, প্রচন্ড জ্বর ও মাথাব্যথা নিয়ে বৃষ্টিকে হিলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার হয়ে বুধবার সকালে তাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন বিকেলে তার মৃত্যু হয়েছে।

একই ভাবে বালুরঘাটের পতিরামের উত্তর রায়পুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক কমলেন্দু পোদ্দার(৭৬) বুধবার সন্ধ্যায় বালুরঘাট হাসাপাতালে মারা যান। মঙ্গলবার প্রচন্ড জ্বর, গা ব্যথা, কাঁপুনি ও বমিভাব নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। মৃতার মেয়ে সঙ্গীতাদেবী বলেন, ডেঙ্গির লক্ষণ নিয়ে বাবাকে ভর্তি করার পর তার রক্ত নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট আসার আগেই বাবার মৃত্যু হয়। অথচ হাসপাতাল থেকে কমলেন্দুবাবুর মৃত্যু কারণ লেখা হয়েছে সাবডুরাল হেমাটোমা(মস্তিষ্কে রক্তক্ষরণ)। ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা কম করে দেখাতেই উদ্দেশ্য কাজ করছে বলে ইতিমধ্যে বাম ছাত্রযুব সংগঠন থেকে অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে সরব হয়েছে। এ দিন বিকালে ডিওয়াইএফ থেকে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান এবং হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে ডেঙ্গি রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ দিন অবশ্য পুরসভার থেকে শহরের কিছু এলাকায় ডিডিটি স্প্রে করতে দেখা যায়। চেয়ারম্যান রাজেন শীল পাল্টা বলেন, বিরোধী বামেদের আমলে শহরে অপরিকল্পিতভাব পাকা নর্দমা তৈরির ফল এখন আমাদের ভুগতে হচ্ছে। একটি ড্রেন দিয়েও জল গড়ায় না। মশার আঁতুড়ঘর তৈরি করছে। রোগ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজেনবাবু দাবি করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Blood test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE