Advertisement
০৯ মে ২০২৪

প্রাথমিকে কামতাপুরী দাবি

কামতাপুরী ভাষার স্বীকৃতি নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে৷ যেখানে কামতাপুরী শব্দের সঙ্গে ব্র্যাকেটে রাজবংশী শব্দটাও লেখা রয়েছে৷ পাশাপাশি, কিছু দিন আগেই সরকার রাজবংশী উন্নয়ন বোর্ড গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ১৩:০০
Share: Save:

প্রাথমিকে স্তরে কামতাপুরী ভাষায় পঠন পাঠন দাবিতে সরব হল কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদ৷ রবিবার দুপুরে জলপাইগুড়িতে পরিষদের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷

এপ্রিলে শিলিগুড়িতে ২৫টি সংগঠন মিলে কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদ গঠন করে৷ এ দিন দুপুরে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে পরিষদের দ্বিতীয় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়৷ সেখানেই দ্রুত কামতাপুরী ভাষার স্বীকৃতির দাবির পাশাপাশি এই ভাষায় প্রাথমিক স্তরের পঠন-পাঠন শুরুর দাবি তোলা হয়৷ কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদের কো-অর্ডিনেটর নরেন দাস বলেন, ‘‘আমরা চাই প্রাথমিক স্তরে মাতৃভাষায় যে ভাবে পঠন-পাঠন হয়, কামতাপুরী ভাষাতেও সে ভাবে পঠন-পাঠন শুরু হোক৷ এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই দাবিপত্র পাঠানোও হয়েছে৷ আমরা চাই আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত কার্যকরী হোক৷’’

কামতাপুরী ভাষার স্বীকৃতি নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে৷ যেখানে কামতাপুরী শব্দের সঙ্গে ব্র্যাকেটে রাজবংশী শব্দটাও লেখা রয়েছে৷ পাশাপাশি, কিছু দিন আগেই সরকার রাজবংশী উন্নয়ন বোর্ড গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন৷ যদিও এই বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়ে কামতাপুরী ভাষা সহিত্য পরিষদ এদিন কিছু বলতে চাননি৷ তবে এ দিনের সভায় কেউ কেউ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে কখনও কামতাপুরী ভাষা তো কখনও রাজবংশী ভাষার স্বীকৃতির কথা বলছেন৷ আমরা চাই দ্রুত কামতাপুরী ভাষার স্বীকৃতি দেওয়া হোক৷’’

নরেনবাবু বলেন, ১৯৬৯ সাল থেকে কামতাপুরী ভাষা নিয়ে আন্দোলন চলছে৷ ২০০১ সালে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছিল৷ ২০০৩ সালে ওই কমিটি সারা দেশে ৩৮টি ভাষাকে স্বীকৃতি দেওয়া যায় কি না, সে ব্যাপারে সরকারের কাছে একটি সুপারিশ করে৷

তবে কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদের দাবির বিরোধিতা করে জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মন বলেন, ‘‘ভাষা নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে৷ রাজ্য সরকার যখন ভাষার উন্নয়নে বোর্ড গঠন করছে তখন মানুষের মধ্যে এমন বিভ্রান্তি ছড়ানো উচিত নয়৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kamtapuri Language Primary Level
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE