Advertisement
২৩ মে ২০২৪

ডেঙ্গির পর এ বার ডায়েরিয়া, কুমারগঞ্জে মৃত্যু বৃদ্ধার

ডেঙ্গির সঙ্গে এ বার ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা দিল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ভোঁওর অঞ্চলের কুরাহা এলাকায়। শুক্রবার মৃত্যু হয় ওই গ্রামের বাসিন্দা লক্ষ্মী মু র্মু(৫৫) নামে ডায়েরিয়ায় আক্রান্ত এক বৃদ্ধার।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০২:০৮
Share: Save:

ডেঙ্গির সঙ্গে এ বার ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা দিল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ভোঁওর অঞ্চলের কুরাহা এলাকায়। শুক্রবার মৃত্যু হয় ওই গ্রামের বাসিন্দা লক্ষ্মী মু র্মু(৫৫) নামে ডায়েরিয়ায় আক্রান্ত এক বৃদ্ধার।

ডায়েরিয়া আক্রান্ত ৭ জনকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই মহিলা বাড়িতে হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করান। বাড়াবাড়ি হলে হাসপাতালে নিয়ে আসার আগে বৃদ্ধার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত মঙ্গলবার থেকে কুরাহা আদিবাসীপাড়ায় ডায়েরিয়ার প্রকোপ দেখা দেয়। ডায়েরিয়ায় আক্রান্ত পাঁচজনকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তারা সুস্থ হয়ে তারা গ্রামে ফিরে যান। এরপর আরও বেশ কিছু বাসিন্দা ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন।

মৃতার ছেলে বিনোদ হাঁসদা অভিযোগ করেন, ওই সময় গ্রামে কোনও স্বাস্থ্যকর্মী যাননি। তিনি বলেন,‘‘মাকে বাড়িতে রেখে ডায়েরিয়ার চিকিৎসা চলছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলে মাকে বাঁচানো যেত।’’ পাশাপাশি ভোঁওর, গোবিন্দপুর এলাকায় ৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে গোবিন্দপুরের ৬ বছরের এক শিশুকন্যাও রয়েছে।

কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ পুষ্পেন্দু সরকার বলেন, ‘‘পানীয় জলের দূষণ থেকে সম্ভবত ডায়েরিয়া ছড়িয়েছে। রোগাক্রান্ত এলাকায় স্বাস্থ্যকর্মীরা গিয়ে বাড়ি বাড়ি ওআরএস বিলি করেছে। বেশি অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিডিওর সঙ্গে কথা বলে এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানো হয়েছে। এছাড়া ডেঙ্গি আক্রান্ত গ্রাম গুলিতে মেডিক্যাল টিম গিয়ে রোগ প্রতিরোধের কাজ শুরু করেছে।’’ ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে বাকি ৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হন বলে বিএমওএইচ দাবি করেন। এ দিন কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি ডায়েরিয়ায় আক্রান্ত রোগীরা জানান, এলাকায় দু’টি নলকূপের জল তাঁরা পান করেন। তার মধ্যে একটির পাড় বাঁধানো নেই। তাছাড়া পুকুরের জলে বাসন ধোওয়া এবং স্নান চলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Death Diarrhea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE