Advertisement
১৮ মে ২০২৪

বিশ্বম্ভরের সাত আঙুলে প্রাণ পান দশভুজা দেবী

ডান হাতে মাত্র তিনটি আঙুল, বাঁ হাতে চারটি। ওই দুই হাতেই প্রাণ পায় দশ হাতের প্রতিমা। ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষের দর্শনের ছাত্র বিশ্বম্ভর পালের জন্ম থেকেই হাঁটুর নীচ থেকে ডান পা-টিও নেই।

প্রতিমার চোখে তুলির টানে মগ্ন বিশ্বম্ভর। —নিজস্ব চিত্র।

প্রতিমার চোখে তুলির টানে মগ্ন বিশ্বম্ভর। —নিজস্ব চিত্র।

রাজকুমার মোদক
ধূপগুড়ি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০৩:১৬
Share: Save:

ডান হাতে মাত্র তিনটি আঙুল, বাঁ হাতে চারটি। ওই দুই হাতেই প্রাণ পায় দশ হাতের প্রতিমা।

ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষের দর্শনের ছাত্র বিশ্বম্ভর পালের জন্ম থেকেই হাঁটুর নীচ থেকে ডান পা-টিও নেই। দশ-বারো ফুট উঁচু প্রতিমা গড়ার সময় ওই অবস্থাতেই ক্রাচে ভর দিয়ে টানা দাঁড়িয়ে থাকতে হয় তাঁর। নীচ থেকে রং-তুলি এগিয়ে দিয়ে সাহায্য করেন মা।

মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় থেকে ধূপগুড়ির শালবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বম্ভরের বাবা শংকর অসুস্থ। তখন থেকেই তাঁর কাঁধে পড়ে সংসারের দায়িত্ব। সপ্তম শ্রেণিতে পড়াকালীন তাঁর প্রতিমা গড়ার পারিবারিক কাজে হাতেখড়ি। জমি-জমা কিছুই ছিল না। ফলে বাবার চিকিৎসা, নিজের পড়াশোনা ও সংসার—সব একা হাতে সামলাতে সেই কাজকেই পেশা হিসেবে বেছে নেন বিশ্বম্ভর।

এ বারও বড় বড় ৮টি দুর্গা প্রতিমা বানাচ্ছেন তিনি। প্রত্যেক বার কালী প্রতিমা তৈরি করেন ২৫-৩০টি। তিন ভাইয়ের মধ্যে বড় বিশ্বম্ভর। মেজ ভাইকে মাধ্যমিক পাশ করে অভাবের তাড়নায় পড়াশোনার পাঠ চুকিয়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়েছে। তবে যত অনটনই আসুক, বিশ্বম্ভর নিজে পড়াশোনা ছাড়তে নারাজ। আপাতত ছোট ভাই ও মা-বাবাকে নিয়েই সংসার তাঁর। সারা বছর বিভিন্ন প্রতিমা গড়েই সেই সংসার চলে।

বিশ্বম্ভর বলেন, “মনেই করি না আমি প্রতিবন্ধী। হাত-পা যেটুকু আছে তা-ই যথেষ্ট। কষ্ট হয়, কিন্তু বাবা অসুস্থ। আমি শুধু পড়া নিয়ে চললে সংসার চলবে না। প্রতিবন্ধী হয়ে আবেদন করেও এখনও কোনও সরকারি সুবিধা পাইনি। দুঃখ হয়। পুজোর আগে চড়া সুদে টাকা ধার নিয়ে কাজ করতে হয়।”

মা অর্চনা পাল বলেন, “প্রতিবন্ধী ছেলের উপার্জনের উপর আমরা না খেয়ে আধ পেটা খেয়ে বেঁচে আছি। নিজে খুব কষ্ট করে। কিন্তু মা-বাবাকে কষ্ট দিতে চায় না সে।’’ শিল্পী ছেলের এই কষ্ট মা চোখে দেখতে না পারলেও কিছু করার নেই। শুধু অপেক্ষা আছে, যদি কোনও দিন স্বীকৃতি মেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Differently abled Durgapuja Idol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE