Advertisement
০৯ সেপ্টেম্বর ২০২৪

অঙ্ক কি কঠিন

মালদহ জেলা পরিষদ নিয়ে নাটক তুঙ্গে। কার হাতে থাকবে সে দিকেই নজর সবার। এই মুহূর্তে কোন দলের অঙ্ক কোন জায়গায়, খোঁজ নিল আনন্দবাজার।

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০২:৩০
Share: Save:

যা ছিল

(২০১৩ সালের ভোটের ফলের পরে)

•মোট আসন: ৩৮ | কংগ্রেস ১৬ | বাম ১৬ | তৃণমূল ৬

•বোর্ড গঠনের সময়ে কংগ্রেসকে বাম জোটের ২ শরিক সমাজবাদী পার্টি সমর্থন করে। বামেরা ওয়াকআউট করেছিল।

•সভাধিপতি: কংগ্রেসের সরলা মুর্মূ

• সহ সভাধিপতি: কংগ্রেসেরই সায়েদ আহম্মেদ।

এই মুহূর্তে

• জেলা পরিষদের ৩৮টি আসনে সদস্য ৩৭।
• গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে সিপিএমের টিকিটে বিধায়ক হয়েছিলেন। দলত্যাগ করে তিনি এখন তৃণমূলে। তাই ওই আসনে কোনও সদস্য নেই।

কে কোথায়

• তৃণমূল ৬ | সঙ্গে সামিল বামেদের ৭ ও কংগ্রেসের ৪
মোট ১৭

দাবির লড়াই

•তৃণমূল বলছে ১১ জন নন, সভাধিপতি সরলা মুর্মু-সহ বাম ও কংগ্রেস থেকে ১৪ জন সদস্য তাদের সঙ্গে আছেন। ফলে ২০ জন সদস্য নিয়ে জেলা পরিষদে তারাই

• বাম ও কংগ্রেসের দাবি, তাদের দিকে ১৯ জন রয়েছেন। তবে এ দিন বাম-কংগ্রেসের বৈঠকে ১৮ জন ছিলেন। অর্থাৎ একজন কম।

জল্পনার কেন্দ্রে

• বৈষ্ণবনগরের জেলা পরিষদ সদস্য কংগ্রেসের দুর্গেশ সরকার এখন দুই শিবিরে আলোচ্য বিষয়। উভয়পক্ষের দাবি, দুর্গেশবাবু তাঁদের সঙ্গেই রয়েছেন। দুর্গেশবাবুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

•কংগ্রেসের দাবি, দুর্গেশবাবুর মেয়ে অসুস্থ থাকায় কলকাতা গিয়েছেন।

• তৃণমূলের দাবি, দুর্গেশবাবু তাঁদের শিবিরেই রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maldah Jila parishad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE