যা ছিল
(২০১৩ সালের ভোটের ফলের পরে)
•মোট আসন: ৩৮ | কংগ্রেস ১৬ | বাম ১৬ | তৃণমূল ৬
•বোর্ড গঠনের সময়ে কংগ্রেসকে বাম জোটের ২ শরিক সমাজবাদী পার্টি সমর্থন করে। বামেরা ওয়াকআউট করেছিল।
•সভাধিপতি: কংগ্রেসের সরলা মুর্মূ
• সহ সভাধিপতি: কংগ্রেসেরই সায়েদ আহম্মেদ।
এই মুহূর্তে
• জেলা পরিষদের ৩৮টি আসনে সদস্য ৩৭।
• গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে সিপিএমের টিকিটে বিধায়ক হয়েছিলেন। দলত্যাগ করে তিনি এখন তৃণমূলে। তাই ওই আসনে কোনও সদস্য নেই।
কে কোথায়
• তৃণমূল ৬ | সঙ্গে সামিল বামেদের ৭ ও কংগ্রেসের ৪
মোট ১৭
দাবির লড়াই
•তৃণমূল বলছে ১১ জন নন, সভাধিপতি সরলা মুর্মু-সহ বাম ও কংগ্রেস থেকে ১৪ জন সদস্য তাদের সঙ্গে আছেন। ফলে ২০ জন সদস্য নিয়ে জেলা পরিষদে তারাই
• বাম ও কংগ্রেসের দাবি, তাদের দিকে ১৯ জন রয়েছেন। তবে এ দিন বাম-কংগ্রেসের বৈঠকে ১৮ জন ছিলেন। অর্থাৎ একজন কম।
জল্পনার কেন্দ্রে
• বৈষ্ণবনগরের জেলা পরিষদ সদস্য কংগ্রেসের দুর্গেশ সরকার এখন দুই শিবিরে আলোচ্য বিষয়। উভয়পক্ষের দাবি, দুর্গেশবাবু তাঁদের সঙ্গেই রয়েছেন। দুর্গেশবাবুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
•কংগ্রেসের দাবি, দুর্গেশবাবুর মেয়ে অসুস্থ থাকায় কলকাতা গিয়েছেন।
• তৃণমূলের দাবি, দুর্গেশবাবু তাঁদের শিবিরেই রয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy