দুধের সরের উপর মনীষীদের ছবি এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন বালুরঘাট শহরের কলেজ ছাত্রী জাহ্নবী বসাক। বালুরঘাট শহরের লোকেরাও অনেকেই জাহ্নবীর কাজ দেখে অবাক। বরাবরই ছবি আঁকায় ঝোঁক জাহ্নবীর। কিন্তু দুধের সরের উপর ছবি আঁকার অভিনব ভাবনা এল কী করে?
জাহ্নবী জানিয়েছেন, লকডাউনে ছুটিকে কাজে লাগাতে তিনি এঁকে সময় কাটাতেন। এক দিন এরকমই আঁকার সময় তাঁর মা দুধ খেতে দিলে, ভুলে যাওয়া দুধের গ্লাসে সর পড়ে যায়। তারপরই মাথায় নতুন বুদ্ধি খেলে যায় জাহ্নবীর। সেই দুধের সরের উপর আঁকার চেষ্টা শুরু করেন তিনি। বেশি বেগ পেতে হয়নি, প্রথম চেষ্টাতেই সাফল্য পান। তারপর থেকেই তাঁর মনের মধ্যে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তোলার ইচ্ছা জন্মায়। শেষ পর্যন্ত সেটা হয়েও যায়।
আরও পড়ুন: বৈশাখী নিমন্ত্রিত নন, বিজেপির বিজয়া সম্মিলনীতে যাচ্ছেন না শোভন