বিনয়পন্থী মোর্চার বিরুদ্ধে পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলল পাহাড়ের অন্য দলগুলো। সেই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হচ্ছে জাপ, জিএনএলএফ, সিপিআরএম, গোর্খালিগ সহ পাহাড়ের ১৫টি সংগঠন। পাহাড়ের যৌথ আন্দোলনকে সমর্থন করেছে সিপিএম, কংগ্রেস, সিপিআইএমএল (লিবারেশন)।
মঙ্গলবার দার্জিলিংয়ের গোর্খা দুঃখ নিবারণী সমিতির হলে সর্বদলীয় বৈঠক করে বিরোধী সংগঠনগুলো। সেখানে গুরুংপন্থী মোর্চার একাধিক নেতা উপস্থিত ছিলেন। সিপিআরএম-র উদ্যোগে বৈঠক হয়। সেখানেই যৌথভাবে বিনয়পন্থী মোর্চার বিরুদ্ধে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত করা হয়েছে বলেই জানিয়েছেন সিপিআরএমের নেতা আরবি রাই। তিনি বলেন, ‘‘পাহাড়ে স্বৈরাচারী শাসন চালাচ্ছে বিনয় তামাংরা। বিরোধীদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই ভোটের আগে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করব।’’
যদিও বিরোধীদের অভিযোগ নস্যাৎ করেছেন বিনয়। তিনি বলেন, "পাহাড়ের মানুষ আমাদের সঙ্গেই আছে। বিরোধীদের কোনও অস্তিত্ব দার্জিলিং, কালিম্পংয়ে নেই। ভোটের আগে বিজেপিকে সুবিধা করে দিতেই এই ভিত্তিহীন অভিযোগ।’’