Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আম চুরিতে বাধা কর্মীর, অস্ত্রের কোপ

আম চুরিতে বাধা দেওয়ায় বাগানের এক জোগানদারকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ভোরে পুরাতন মালদহের সাহাপুরের ঘটনা। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে জেলার আমবাগানগুলির কর্মীদের মধ্যে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০১:২৩
Share: Save:

আম চুরিতে বাধা দেওয়ায় বাগানের এক জোগানদারকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ভোরে পুরাতন মালদহের সাহাপুরের ঘটনা। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে জেলার আমবাগানগুলির কর্মীদের মধ্যে। পুরাতন মালদহের সাহাপুরের গ্রামের বাসিন্দা আহত ছবি ঘোষ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এ দিন ভোর তিনটে নাগাদ পুরাতন মালদহের সাহাপুরের একটি আম বাগানে ১৫ জনের দুষ্কৃতী দল হানা দেয়। বাগানের আম চুরির সময় তাদের উপর টর্চের আলো ফেলেন ওই বাগানের জোগানদার ছবি ঘোষ। আলো ফেলতেই দুষ্কৃতীরা হাঁসুয়া, লাঠি নিয়ে তাঁর উপরে হামলা চালায় বলে অভিযোগ। ছবিবাবুর পেটে হাঁসুয়ার কোপ মারে দুষ্কৃতীরা। তাঁর চিৎকারে পাশের বাগান থেকে অন্য কর্মীরা ছুটে আসলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ছবিবাবুকে উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরে আহত ছবিবাবুর স্ত্রী মিঠু ঘোষ মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ‘‘সারা বছর শ্রমিকের কাজ করে সংসার চালান। আমের মরসুমে বাগান জোগানের কাজ করেন।’’ জেলার আম ব্যবসায়ী সংগঠনের সভাপতি উজ্জ্বল চৌধুরী বলেন, ‘‘আমরা ব্যক্তিগত ভাবে বাগানগুলিতে জোগানদার নিয়োগ করে থাকি। শীঘ্রই পুলিশের সঙ্গে দেখা করব।’’ এলাকায় বাড়তি টহলদারির দাবি জানানো হবে বলে জানান তিনি। মালদহের পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mango-tree Gardener Goons Attacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE