Advertisement
০৩ মে ২০২৪

বরাতজোরে রক্ষা

চার লেনের সড়ক তৈরির জন্য রাস্তার দু’দিক সে কবেই খুঁড়ে দিয়েছে। সে কারণে সকাল-রাত সব সময়েই যানজট লেগেই থাকে। যানজট মানেই ধীর গতিতে বাস চালাতে হয়। বুধবার সকালেও বাগডোগরা থেকে যানজট ছিল। বাসের গতি কম ছিল।

পল্লব সরকার (দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক)
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০১:৫১
Share: Save:

চার লেনের সড়ক তৈরির জন্য রাস্তার দু’দিক সে কবেই খুঁড়ে দিয়েছে। সে কারণে সকাল-রাত সব সময়েই যানজট লেগেই থাকে। যানজট মানেই ধীর গতিতে বাস চালাতে হয়। বুধবার সকালেও বাগডোগরা থেকে যানজট ছিল। বাসের গতি কম ছিল। গোসাইপুর সেতুর সামনে যাত্রী তোলার পরে বাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটারেরও কম। হঠাৎই হর্নের একটানা শব্দ কানে আসে। সামনে থেকে একটি ট্রাককে সোজাসুজি আসতে দেখে চমকে যাই। দু’তিন বার চোখের পলক পড়তেই দেখি ট্রাকটি ক্রমশ সামনে এগিয়ে আসছে, বুঝতেই পারি তীব্র গতিতে সেটি ছুটে আসছে। হঠাৎ দেখি ট্রাকটি একেবারে আমার সামনে। চোখ বুজে ফেললাম। বিকট শব্দ শুনলাম। হঠাৎই সম্বিৎ ফিরে এল। দেখলাম বাসের মুখ ঘুরে গিয়েছে বাঁ দিকে। সামনের কাঁচ, দেওয়াল কিছু নেই। ইঞ্জিনে দাউ দাউ আগুন জ্বলছে। যাত্রীদের কেউ মেঝেতে লুটোচ্ছেন কেউ বা রক্তাক্ত অবস্থায় বসে। আগুন পেট্রোল ট্যাঙ্কে পৌঁছে গেলে আর কিছু অবশিষ্ট থাকবে না। উদ্ধারকারীদের বলি জল ছিটিয়ে হবে না, ইঞ্জিনের ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তা শুনে কয়েকজন আগুন নেভান। আরও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus driver Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE