Advertisement
২০ মে ২০২৪

সোমবার থেকে শুরু হবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ

অপেক্ষা: সার্কিট বেঞ্চের সূচনা অনুষ্ঠানের বাইরে উৎসাহীরা। ছবি: সন্দীপ পাল

অপেক্ষা: সার্কিট বেঞ্চের সূচনা অনুষ্ঠানের বাইরে উৎসাহীরা। ছবি: সন্দীপ পাল

অনির্বাণ রায় 
জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০৪:২৫
Share: Save:

সোমবার সকাল দশটা থেকে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ কাজ শুরু করবে। সূত্রের খবর, সোমবার সকালে দশটা থেকে কাজ শুরু হবে ‘ওথ কমিশনারের’ অফিসে। হাইকোর্টে মামলা দায়ের করতে হলে ‘ওথ কমিশনারের’ সামনে হলফনামা দিতে হয়। আইনজীবীদের একাংশের দাবি, ওই হলফনামা দেওয়ার পরে বিভিন্ন ফর্ম পূরণ করে মামলা দাখিল করতে হবে। সোমবার সকালেই সেই মামলাগুলি লিস্টিং হবে। তার পরে ঠিক হবে, কোন এজলাসে কোন মামলার শুনানি। সেই প্রক্রিয়ার পরে সোমবারই মামলার আবেদনের শুনানি হতে পারে বলে খবর। কলকাতা হাইকোর্টে সওয়াল করা একাধিক আইনজীবী শনিবারই জলপাইগুড়ি এসেছেন। তাঁদের বেশ কয়েক জন প্রথম দিন মামলা দাখিল করবেন বলে জানান। এক আইনজীবীর কথায়, “উত্তরবঙ্গের এ এক ঐতিহাসিক দিন। উত্তরবঙ্গে একটি জেলার ফৌজদারি মামলা রুজু করার জন্য এক বাসিন্দা আমাকে জানিয়েছিলেন। তাঁর হয়েই প্রথম দিন মামলা রুজু করব।”

জলপাইগুড়ির জেলা জজ প্রসেনজিৎ বিশ্বাস এ দিন থেকেই হাইকোর্টের রেজিস্ট্রারের দায়িত্ব নেন। এ দিকে, সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন জলপাইগুড়ির আইনজীবীরা। সেই বৈঠকের প্রতিলিপি হাইকোর্টকেও পাঠানো হয়েছিল বলে আইনজীবীদের দাবি। এ দিন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের বক্তব্যে সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের নামও শোনা যায়।

সে কথা উল্লেখ করে পরে জলপাইগুড়ি হাইকোর্ট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিত সরকার বলেন, “আমরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আমাদের ধন্যবাদ জানিয়েছি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আইনজীবীদের হাইকোর্ট বেঞ্চ বারের সদস্যপদ নিতেও অনুরোধ করেছি।” জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলা এই বেঞ্চের আওতায় রয়েছে। সূত্রের খবর, আপাতত কলকাতা হাইকোর্ট থেকে মামলা স্থানান্তর হবে না। নতুন মামলা দিয়েই শুরু হবে হাইকোর্টের নবগঠিত সার্কিট বেঞ্চের কাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri Circuit Bench Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE