Advertisement
০৩ মে ২০২৪

তৃণমূলকে সমর্থনের প্রশ্নে ক্ষুব্ধ নিচুতলার কংগ্রেস

হবিবপুর থেকে চাঁচল, মালদহের কোথাও কংগ্রেসের সমর্থনে বোর্ড গঠন করেছে তৃণমূল। আবার কোথাও তৃণমূলের সমর্থনে বোর্ড গড়েছে কংগ্রেস। পঞ্চায়েতের বহু আসনে কংগ্রেস-তৃণমূল মিলে বোর্ড গঠন প্রক্রিয়া চলছে মালদহে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৩:২২
Share: Save:

হবিবপুর থেকে চাঁচল, মালদহের কোথাও কংগ্রেসের সমর্থনে বোর্ড গঠন করেছে তৃণমূল। আবার কোথাও তৃণমূলের সমর্থনে বোর্ড গড়েছে কংগ্রেস। পঞ্চায়েতের বহু আসনে কংগ্রেস-তৃণমূল মিলে বোর্ড গঠন প্রক্রিয়া চলছে মালদহে। বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে সমর্থনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ মৌসম নুর। তাঁর সুরেই সুর মিলিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্বও। ফলে কংগ্রেস নেত্রীর দলবদলের জল্পনা আরও জোরাল হল বলে দাবি রাজনৈতিক দলের অনেকেই মনে করছেন।

তৃণমূলের অন্দরে গুঞ্জন ছড়িয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর কলকাতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মৌসমের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেই দলবদলের ইঙ্গিত মিলতে পারে। যদিও মৌসম বলেন, “দলবদলের কোনও সম্ভাবনা নেই। কর্মীদের মধ্যে বিভ্রান্ত করতে এই সব রটানো হচ্ছে।”

হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী, আইহো, চাঁচল, হরিশ্চন্দ্রপুরের মতো ব্লকে কংগ্রেস এবং তৃণমূল একে অপরের হাত ধরে বোর্ড গঠন করেছে। এ নিয়ে জেলার কংগ্রেস এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার নিজেদের মধ্যে বৈঠক করেছেন। মৌসম বলেন, “বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে রোখাই আমাদের কাছে একমাত্র লক্ষ্য। সেই বার্তা পঞ্চায়েত স্তরের নেতৃত্বকে লিখিত ভাবে দেওয়া হয়েছে। এ ছাড়া বোর্ড গঠনের ক্ষেত্রে তৃণমূল এবং আমরা পরস্পরকে সমর্থন করেছি।’’ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকারও করে নিয়েছেন তিনি। তৃণমূলের জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি দুলাল সরকার বলেন, ‘‘ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলিতে বোর্ড গড়তে মৌসমরা আমাদের সহযোগিতা করছেন। আমরাও কংগ্রেসকে সমর্থন করছি। কারণ, বিজেপিকে আমরা ত্রিশঙ্কু বোর্ড গঠন করতে দেব না।’’

তৃণমূলকে কংগ্রেসের সমর্থনের বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক দলগুলির মধ্যে। একই সঙ্গে জেলা নেতৃত্বের ভুমিকায় ক্ষুব্ধ নিচুতলার একাংশ এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও।জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে তৃণমূল বিরোধী বোর্ড গঠনে জোর দিয়েছেন তাঁরা। পঞ্চায়েতের কংগ্রেসের এক সদস্য বলেন, ‘‘পুলিশ দিয়ে ভয় দেখানো, ভোট লুঠ করেছে তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে লড়াই খুব কঠিন ছিল। আর এখন তৃণমূলকে সমর্থনের বার্তা মেনে নেওয়াসম্ভব নয়।’’ দলের এক নেতা বলেন, ‘‘নিজেদের আসন বাঁচানোর জন্য তৃণমূলে ঝুঁকছেন দলের অভিভাবকেরা। তাই কৌশলে আগেই থেকেই তৃণমূলের সঙ্গে বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress TMC Panchayat Panchayat Election 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE