Advertisement
০৯ মে ২০২৪

বিক্ষোভে কাজই বন্ধ পুরসভার

পুরসভা সূত্রের খবর, জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি জায়গায় রাস্তার গার্ড ওয়ালের কাজ চলছে৷ এরমধ্যে শহরের ৯ নম্বর ওয়ার্ডের পিলখানা কলোনিতে একাধিক রাস্তায় এই কাজ হচ্ছে৷

ক্ষোভ: কাজ বন্ধ। —নিজস্ব চিত্র।

ক্ষোভ: কাজ বন্ধ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০২:২৬
Share: Save:

পুরসভার বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে জলপাইগুড়িতে রাস্তার গার্ডওয়াল তৈরি বন্ধ করে দিলেন বাসিন্দারা৷ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ৯ নম্বর ওয়ার্ডের পিলখানা কলোনিতে৷ বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দারার একযোগে পুরসভা ও স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে সরব হয়েছেন৷ তাঁদের আরও অভিযোগ, পুরসভার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বরাত পেয়ে কাজটি করছেন৷ তবে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে মান যাচাই না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা৷

পুরসভা সূত্রের খবর, জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি জায়গায় রাস্তার গার্ড ওয়ালের কাজ চলছে৷ এরমধ্যে শহরের ৯ নম্বর ওয়ার্ডের পিলখানা কলোনিতে একাধিক রাস্তায় এই কাজ হচ্ছে৷ এ দিন যে কাজ নিয়ে অভিযোগ ওঠে, সেই পুরনো শীলবাড়ির গলির কাজটি শুরু হয় দু’মাসেরও বেশি সময় আগে৷ বাসিন্দাদের অভিযোগ, ‘‘একে তো কাজটি একেবারে ধীর গতিতে চলছিল৷ তার ওপর কাজটি একেবারেই নিম্নমানের হচ্ছে৷ যেটুকু অংশে এখনও পর্যন্ত গার্ড ওয়াল তৈরি হয়েছে তাও ভেঙে পড়ছে৷’’ দিন কয়েক কাজ বন্ধ থাকার পর এ দিন মিস্ত্রিরা ফের কাজ করতে সেখানে গিয়েছিলেন৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তখনই তারা দেখতে পান নাম মাত্র সিমেন্ট দিয়ে বালি-পাথর মিশিয়ে ঢালাইয়ের কাজ হচ্ছে৷ এতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা৷ তারপরই কাজ বন্ধ করে দেন তাঁরা৷

এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন মণ্ডলের অভিযোগ, ‘‘সরকারি টাকায় এত নিম্নমানের কাজ হচ্ছে ভাবাই যায় না৷ যেভাবে গার্ড ওয়াল হচ্ছে তা কয়েক মাসও টিকবেনা৷ তাই আজ আমরা বাধ্য হয়েই কাজ বন্ধ করে দিয়েছি৷’’ আরেক বাসিন্দা রীতা চক্রবর্তীর ক্ষোভ, ‘‘কাজ যে নিম্নমানের হচ্ছে সে ব্যাপারে স্থানীয় কাউন্সিলরকে বহুবার বলা হয়েছে৷ কিন্তু উনি একবারের জন্য এলাকায় আসার প্রয়োজন মনে করেননি৷’’ ওই ওয়ার্ডের কাউন্সিলর সিপিএমের প্রমোদ মণ্ডলের দাবি, ‘‘এ দিনই আমায় স্থানীয় কয়েকজন ফোন করে গার্ড ওয়ালের কাজ নিম্ন মানের হচ্ছে বলে জানান৷ আমি শহরের বাইরে থাকায় তাদেরকে কাজ বন্ধ করে দিতে বলি৷ শীঘ্রই পুরসভার ইঞ্জিনিয়ারকে নিয়ে এলাকায় যাব৷ পুরসভাকেও বলেছি ঘটনার তদন্ত করতে৷’’

এ দিকে, তৃণমূলের প্রাক্তন যে কাউন্সিলার কাজটির বরাত পেয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ, মোবাইল বন্ধ থাকায় বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি৷ নির্মাণকর্মী মহম্মদ মঙ্গলু বলেন, ‘‘সিমেন্ট আসতে খানিকটা দেরি হয়৷ সেজন্য যেটুকু সিমেন্ট ছিল তা দিয়েই ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল। বাসিন্দারা আপত্তি তোলায় কাজ বন্ধ করে দিই৷’’ জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (পূর্ত) সন্দীপ মাহাতো বলেন, ‘‘কাজ বন্ধ রাখা হয়েছে৷ কাজের মান খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুরসভা৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

জলপাইগুড়ি Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE