Advertisement
১৮ জুন ২০২৪
Health Conclave

উন্নত মানের পরিষেবা দিতে বার্তা স্বাস্থ্য সচিবের

বেসরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যাও উঠে এসেছে। সে সবের উত্তরও দিয়েছেন স্বাস্থ্য সচিব। উত্তর দিনাজপুরের মহম্মদ বসিরুদ্দিনের প্রশ্ন ছিল, গ্রামে স্বাস্থ্য পরিষেবা পিছিয়ে।

শিলিগুড়িতে মাল্লাগুড়ি একটি বেসরকারী হোটেলে হেল্থ কনক্লেভে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।

শিলিগুড়িতে মাল্লাগুড়ি একটি বেসরকারী হোটেলে হেল্থ কনক্লেভে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ছবিঃ বিনোদ দাস।

সৌমিত্র কুণ্ডু
শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪২
Share: Save:

সরকারি চিকিৎসা পরিষেবার পাশাপাশি উত্তরবঙ্গে, বিশেষ করে শিলিগুড়ি এবং লাগোয়া এলাকায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় আগামী দু’-এক বছরে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। শুক্রবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে এক হোটেলে ‘নর্থ বেঙ্গল হেল্থ কনক্লেভ’-এ এ দাবি করেন উদ্যোগীদের একাংশ। ‘কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ়’ (সিআইআই) এবং স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে এই আলোচনায় রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, দফতরের আরও তিন সচিব, উত্তরবঙ্গের জেলাগুলোর মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা ছিলেন। স্বাস্থ্য সচিব বলেন, ‘‘কোভিডের সময় থেকে সরকার স্বাস্থ্য পরিকাঠামোয় অনেক টাকা বরাদ্দ করেছে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যসাথীতে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। বেসরকারি উদ্যোগীদের কাছে অনুরোধ উন্নত মানের পরিষেবা দিতে চেষ্টা করুন। খরচ যাতে মানুষের নাগালে থাকে।’’

বেসরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যাও উঠে এসেছে। সে সবের উত্তরও দিয়েছেন স্বাস্থ্য সচিব। উত্তর দিনাজপুরের মহম্মদ বসিরুদ্দিনের প্রশ্ন ছিল, গ্রামে স্বাস্থ্য পরিষেবা পিছিয়ে। তাঁরা অংশীদারিত্বে গ্রামে বেসরকারি মেডিক্যাল কলেজ গড়তে উদ্যোগী। ছাড়পত্র পেতে কলকাতায় গিয়ে দিনের পর দিন বসে থেকেও কাজ হচ্ছে না। শিলিগুড়ির চিকিৎসক প্রেম দর্জি ভুটিয়া প্রশ্ন তোলেন, তিনি একটি ছোট স্বাস্থ্য পরিষেবার ইউনিট করতে গিয়ে দেখেছেন, কী ভাবে নানা দফতরে দৌড়ঝাঁপ করে হেনস্থা হতে হয়। ‘ওয়ান উইন্ডো সিস্টেম’ থাকলে সুবিধা। স্বাস্থ্য সচিব জানান, হাসপাতাল চালু করতে ১৬ ধরনের শংসাপত্র জোগাড় করতে হয়। একটি সাধারণ পোর্টালের মাধ্যমে সেটি করার বিষয়ে সরকার ভাবছে। আর এক উদ্যোগীর প্রশ্ন, ভিন্ রাজ্যের পড়ুয়াদের এখানকার নার্সিং কলেজে পড়ার সম্মতি দিলে, পড়ুয়া পেতে তাঁদের সুবিধা হবে। স্বাস্থ্য সচিব জানান, বিষয়টি সরকারের নজরে রয়েছে।

উদ্যোগীরা যা দাবি করেন তা অনুযায়ী, রাকেশ বাঙ্কিয়া শিলিগুড়িতে ৫৫০ কোটি টাকায় চিকিৎসা এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়বেন। চিকিৎসক শান্তনু দাস রায়গঞ্জে নার্সিংহোম উন্নয়নে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি-ডাবগ্রামে ক্যান্সার হাসপাতাল চালু করেছেন চিকিৎসক সপ্তর্ষি ঘোষ। তাতে ৫০ কোটি টাকা বিনিয়োগ হবে। রাঙাপানিতে বেসরকারি ক্যান্সার হাসপাতালের পক্ষে অয়নাভ দাশগুপ্ত জানান, সেখানে আরও ১০০ কোটি টাকার বিনিয়োগ হবে। শিলিগুড়িতে চোখের চিকিৎসা কেন্দ্রে ২০ কোটি টাকা বিনিয়োগের কথা জানান সঙ্গীতা রেড্ডি। যুধিষ্ঠির দাস আলিপুরদুয়ারে ১০০ শয্যার হাসপাতাল গড়ছেন। সিআইআইয়ের তরফে দাবি, সব মিলিয়ে তাদের কাছে বিনিয়োগ-প্রস্তাব রয়েছে এক হাজার কোটি টাকার বেশি।

ভ্রমণ সংস্থার কর্তা সিআইআইয়ের ট্যুরিজ়ম প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যালের বক্তব্য, ‘মেডিক্যাল ভিসা’ না পেয়ে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে চিকিৎসার জন্য আসেন অনেকে। সরকার এতে গুরুত্ব দিলে মেডিক্যাল ট্যুরিজ়ম উন্নত হবে। উত্তরবঙ্গ মেডিক্যালের প্রসূতি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানান, এখানে প্রতিস্থাপন চিকিৎসা, রোবোটিক সার্জারি, জরুরি ভিত্তিক নিউরোসার্জারি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারির সুযোগ দরকার। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নিয়ে কাজ শুরু হয়েছে।

চিকিৎসা বর্জ্য সাফাইয়ের সুষ্ঠু ব্যবস্থা, দক্ষিণ দিনাজপুরের মতো জেলায় বেসরকারি উদ্যোগে চিকিৎসা পরিষেবার পৌঁছতে জেলা ভিত্তিতে এ ধরনের কর্মসূচির দাবি উঠেছে। সিআইআইয়ের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল স্বাস্থ্য সচিবকে জানান, শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোম এবং ল্যাবগুলিকে লাইসেন্স নবীকরণে দার্জিলিং যেতে হয়। শিলিগুড়িতে এর ব্যবস্থা দরকার। ‘আয়ুষ্মান’ প্রকল্প চালু করলে, লাগোয়া অন্য রাজ্যের বাসিন্দারাও এখানে পরিষেবা নিতে আসবেন বলে মনে করছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE