Advertisement
০৮ মে ২০২৪
ট্রাফিক বিধির জরিমানা

বাড়িতেই যাবে নোটিস

কলকাতা পুলিশের ধাঁচে এখন শিলিগুড়িতেও ট্রাফিক বিধি ভাঙার জন্য বাড়িতে জরিমানার নোটিস পাঠানো শুরু হল। নভেম্বরের গোড়ায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিষয়ক বৈঠকে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শিলিগুড়িতে রাস্তার উপরেই অবাধে পার্কিং। — নিজস্ব চিত্র

শিলিগুড়িতে রাস্তার উপরেই অবাধে পার্কিং। — নিজস্ব চিত্র

কিশোর সাহা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০১:৪৮
Share: Save:

কলকাতা পুলিশের ধাঁচে এখন শিলিগুড়িতেও ট্রাফিক বিধি ভাঙার জন্য বাড়িতে জরিমানার নোটিস পাঠানো শুরু হল। নভেম্বরের গোড়ায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিষয়ক বৈঠকে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মূলত শিলিগুড়ির নবনিযুক্ত ডিসি (ট্রাফিক) সুনীল যাদবের উদ্যোগেই ট্রাফিক বিধি ভঙ্গ করে চলে যাওয়া চালকদের বাড়িতে জরিমানার নোটিস পাঠানো শুরু হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ৮ জনের বাড়িতে ট্রাফিক বিধি অমান্যের অভিযোগে নোটিস পাঠিয়ে জরিমানা জমা দিতে বলা হয়েছে।

এই ব্যাপারে রবিবার শিলিগুড়ির ডিসি ট্রাফিক জানান, শিলিগুড়িতে রাতারাতি নতুন রাস্তা, পার্কিং প্লেস তৈরি সম্ভব নয়। কিন্তু, বেপরোয়া চালানো, যথেচ্ছ পার্কিংয়ে রাশ টানতেই বাড়িতে নোটিস পাঠিয়ে জরিমানা করা হচ্ছে। কারণ, অনেকের ধারনা, স্পট ফাইন কোনও মতে এড়ানো গেলেই আর সমস্যা নেই। কিন্তু, বিধিতেই রয়েছে, নজরদারিতে কোথাও কেউ ট্রাফিক বিধি ভেঙেছে বলে ধরা পড়লেই নম্বরের সূত্র ধরে ঠিকানা খুঁজে নোটিস পাঠিয়ে জরিমানা করতে পারে পুলিশ। যা কলকাতায় চালু রয়েছে। ডিসি ট্রাফিক বলেন, ‘‘কলকাতার মতো আমরা এখানেও ওই ধরনের জরিমানা চালু করেছি। জরিমানার টাকা বাড়িতে বসে ইন্টারনেট মারফৎ দেওয়া যাবে। কেউ জরিমানা না দিলে আদালতে জানানো হবে। তাতেও কাজ না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আদালত। এতে সকলের মধ্যেই ট্রাফিক বিধি মানার প্রবণতা বাড়বে।’’

ট্রাফিক পুলিশের জরিমানার নোটিস বাড়িতে পাঠানমোর প্রক্রিয়া চালু হতেই শিলিগুড়ি শুধু নয়, গোটা উত্তরবঙ্গেই শোরগোল পড়েছে। কারণ, কাজের সূত্রে উত্তরবঙ্গের অনেক জেলার লোকজনই রোজ গাড়ি নিয়ে যাতায়াত করেন শিলিগুড়িতে। কাছেপিঠের এলাকা থেকে বাইক নিয়েও অনেকে যাতায়াত করে থাকেন। শিলিগুড়িতে পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা নেই বলে অনেকে রাস্তা ঘণ্টার পর ঘণ্টা গাড়ি, বাইক রেখে দেন। উপরন্তু, শিলিগুড়ির বাসিন্দাদের একাংশ দোকান, ব্যাঙ্কের সামনে তো বটেই, রাস্তার প্রায় অর্ধেকটা জুড়ে গাড়ি-বাইক রেখে দেওয়ায় রোজই তুমুল যানজট হয়। বিধান রোড, সেবক রোড, হিলকার্ট রোডে এমনই ঘটে।

সম্প্রতি সেবক রোডে প্রায় রাস্তার মাঝখানে দুটি গাড়ি রেখে চলে গিয়েছিলেন দুই ব্যবসায়ী। পুলিশের নজরে পড়ায় দুটি গাড়ির নম্বর দেখে ঠিকানা খুঁজে দুই মালিকের কাছেই জরিমানার নোটিশ পাঠিয়েছে পুলিশ। হিলকার্ট, রোড, বিধান রোডেও রাস্তা জুড়ে গাড়ি দাঁড় করানোয় ৬ জনের বাড়িতে জরিমানার নোটিস গিয়েছে। মাটিগাড়ার কাছে ও বাগজোগরায় জনবহুল এলাকায় বিধি ভেঙে দুরন্ত গতিতে গাড়ি ও বাইক চালিয়ে সরে পড়েছিলেন দুই যুবক। পুলিশ নম্বর প্লেটের সূত্রে দুই যানের মালিকের কাছে জরিমানার নোটিশ দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত যাঁদের বাড়িতে জরিমানার নোটিস গিয়েছে, তাঁদের মধ্যে ৩ জন ফোনে যোগাযোগ করে জানিয়েছেন, তাঁদের গাড়ি, বাইক নিয়ে পরিচিতরা গিয়ে বিধি ভেঙেছেন। তাতে কি! পুলিশ জানিয়েছে, জরিমানা কিন্তু দিতে হবে মালিককেই। শুধু তাই নয়, কেউ য়ধি পুলিশকে চ্যালেঞ্জ করে জরিমানা দিতে না চান তা হলে আদালতের দ্বারস্থ হতে হবে। সে ক্ষেত্রে পুলিশ পর্যাপ্ত তথ্য-প্রমাণ আদালতে জমা দিলে মিথ্যে বলার জন্য সাজার পরিমাণ বেড়ে যেতে পারে বলেও পুলিশের কয়েকজন জানিয়েছেন।

ট্রাফিক পুলিশের কয়েকজন অফিসার জানান, এতে কারও গাড়ি-বাইক ধরলে টেলিফোনে ছেড়ে দেওয়ার অনুরোধও আসবে না। উপরন্তু, বিধান রোড লাগোয়া নানা বাই লেন জুড়ে গাড়ি, বাইক রাখার জন্য ছবি তুলে বাড়িতে জরিমানার নোটিস পাঠালে সকলেই সতর্ক হয়ে যাবেন।

ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নর্থ বেঙ্গলের (ফোসিন) সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, ‘‘হাতেনাতে জরিমানা হল না বলে বেঁচে গেলাম, শিলিগুড়িতে এমন একটা ধারনা অনেকের মধ্যে দেখেছি। কিন্তু, কলকাতায় তেমন নয়। কলকাতার মতো এটা এখানে হওয়া দরকার ছিল। তবে আইনের অপপ্রয়োগ যেন না হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic Rule
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE