Advertisement
১৮ মে ২০২৪

দলে থেকেই বিদ্রোহের সম্মেলন করবেন দেবপ্রসাদ

বামেদের সঙ্গে সমঝোতায় ‘বিক্ষুব্ধ’ আলিপুরদুয়ারের বিদায়ী কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় দলে থেকেই দলের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ০১:৫৩
Share: Save:

বামেদের সঙ্গে সমঝোতায় ‘বিক্ষুব্ধ’ আলিপুরদুয়ারের বিদায়ী কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় দলে থেকেই দলের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কী ভাবে সেই বিদ্রোহ হবে, তার কৌশল ঠিক করতে জোট-বিরোধী তাঁর অনুগামীদের নিয়ে আগামী ১৯ মার্চ শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে সম্মেলন করবেন দেবপ্রসাদবাবু। বুধবার এ প্রসঙ্গে তিনি জানান, ‘‘এটা তো আর পেশিশক্তির লড়াই নয়। দলের অন্দরের লড়াই। লড়াইটা মূল্যবোধের। ফলে লড়াইটা কংগ্রেসের শুদ্ধকরণের কৌশলও হতে পারে।’’

তৃণমূলকে পরাস্ত করতে বামেদের সঙ্গে কংগ্রেসের এই সমঝোতাকে তিনি আগেই ‘নীতিহীন’ বলে প্রতিবাদ করেছেন। সিপিএমের সঙ্গে বোঝাপড়া হলে তিনি ভোটে লড়বেন না বলে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি দিয়েছিলেন। সনিয়া চিঠির কোনও জবাব দেননি বলে দেবপ্রসাদবাবুর দাবি। বর্ষীয়ান এই নেতার আপত্তি প্রকাশ্যে আসার পরে প্রদেশ কংগ্রেসের তরফে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলে দেবপ্রসাদবাবু জানিয়েছেন। তবে এ দিন প্রদেশ কংগ্রেসের তরফে রাজ্যের সহ-সভাপতি দেবব্রত বসু দেবপ্রসাদবাবুকে ফোন করেছিলেন। ফোন প্রসঙ্গে দেবপ্রসাদবাবু বলেন, ‘‘আমি আমার সিদ্ধান্তে অনুড় রয়েছে কি না, সেটাই জানতেই ফোন করেছিলেন দেবব্রত। আমাকে বিষয়টি ভেবে দেখারও অনুরোধ করেন। তবে আমি সিদ্ধান্ত যে বদলাচ্ছি না, তা জানিয়ে দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

debaprasad roy congress alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE