Advertisement
০৫ মে ২০২৪

অনলাইনে ফর্ম ভর্তি চালু গৌড়বঙ্গে

চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও বিএড পড়ুয়াদের পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ভর্তি চালু করছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, রাজ্যের মধ্যে এই উদ্যোগ প্রথম। পরীক্ষার অ্যাডমিট কার্ডও অনলাইনে ডাউনলোড করে নেওয়া যাবে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৬
Share: Save:

চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও বিএড পড়ুয়াদের পরীক্ষার জন্য অনলাইন ফর্ম ভর্তি চালু করছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, রাজ্যের মধ্যে এই উদ্যোগ প্রথম। পরীক্ষার অ্যাডমিট কার্ডও অনলাইনে ডাউনলোড করে নেওয়া যাবে।

শুধু তাই নয়, এখন থেকে পরীক্ষার ফলাফলের রি-অ্যাসেসমেন্ট, স্ক্রুটিনি বা ‘আরটিআই’-র মাধ্যমে পরীক্ষার খাতা দেখতে চাইলে আবেদন অনলাইনেই করতে হবে। সেগুলির জবাবও মিলবে অনলাইনে। সুনির্দিষ্ট পাসওয়ার্ডের মাধ্যমে পরীক্ষার্থী তাঁর খাতা অনলাইনে দেখতে পারবেন। পাশাপাশি, পরীক্ষায় নকল রুখতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ২০টি অ্যাওয়ে সেন্টারের প্রতিটি পরীক্ষা হলে ওয়েবক্যামেরা বসিয়ে নজরদারি করা হবে।

মালদহ ও দুই দিনাজপুর জেলায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫টি কলেজ, ৩৯টি বিএড কলেজ রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ২১টি বিষয় পড়ানো হয়। মোট পড়ুয়া প্রায় পৌনে দু’লক্ষ। গত শিক্ষাবর্ষ থেকেই কলেজগুলিতে অনলাইনে ভর্তি চালু হয়েছে। এ বার থেকে পরীক্ষার ফর্ম ভর্তি অনলাইনে চালু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ সূত্রে জানা গিয়েছে, এর আগে কলকাতায় পরীক্ষায় ফর্ম ছেপে বিশ্ববিদ্যালয়ে আসত। তারপর তিন জেলার কলেজগুলিতে তা পাঠানো হত। গোটা ব্যবস্থায় অনেক সময় লাগতো। ছাত্রছাত্রীদেরও লাইন দিতে গিয়ে সমস্যা হতো। অনলাইনে গোটা কাজ হলে সমস্যা অনেকটাই মিটে যাবে বলে কর্তৃপক্ষের আশা।

এ বছরে স্নাতক স্তরের পার্ট ওয়ান ও পার্ট টু-র পরীক্ষা শুরু হচ্ছে ২২ এপ্রিল। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী রয়েছেন। ১৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনে তাঁদের ফর্ম ভর্তি শুরু হচ্ছে। পার্ট থ্রি-র ফর্ম ভর্তিও শুরু হচ্ছে। অনলাইনে ফর্ম ভরলেই একটি প্রিন্টআউট বের হবে, ফর্মে পরীক্ষার ফিও লেখা থাকবে। সেই প্রিন্ট আউট নিয়ে কলেজেই ফি জমা দেওয়া যাবে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষার্থীরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gourbanga University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE