Advertisement
২০ মে ২০২৪

সরকারি পদ থেকে সরলেন শিক্ষাকর্তা

সরকারি নির্দেশ না মানার অভিযোগে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমকে পদ থেকে সরিয়ে, ওই পদের দায়িত্ব নিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ। মঙ্গলবার বিকালে মৃন্ময়বাবু নিজেই চেয়ারম্যানের পদের দায়িত্ব বুঝে নেন। তিনি বলেন, ‘‘সরকারি নির্দেশের ২৪ ঘণ্টা পরেও বেঞ্জামিনবাবু সেই নির্দেশ অমান্য করে আমাকে চেয়ারম্যানের পদের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় সরকারি নির্দেশ মেনেই আমি নিজেই ওই পদের দায়িত্ব বুঝে নিলাম।’’ বেঞ্জামিনবাবু এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০২:৩৭
Share: Save:

সরকারি নির্দেশ না মানার অভিযোগে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমকে পদ থেকে সরিয়ে, ওই পদের দায়িত্ব নিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ। মঙ্গলবার বিকালে মৃন্ময়বাবু নিজেই চেয়ারম্যানের পদের দায়িত্ব বুঝে নেন। তিনি বলেন, ‘‘সরকারি নির্দেশের ২৪ ঘণ্টা পরেও বেঞ্জামিনবাবু সেই নির্দেশ অমান্য করে আমাকে চেয়ারম্যানের পদের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় সরকারি নির্দেশ মেনেই আমি নিজেই ওই পদের দায়িত্ব বুঝে নিলাম।’’ বেঞ্জামিনবাবু এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

প্রশাসনিক সূত্রের খবর, গত সোমবার বিকেলে রাজ্য স্কুলশিক্ষা দফতরের বিশেষ সচিব এ কে ভট্টাচার্য চিঠি পাঠিয়ে বেঞ্জামিনবাবুকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে, পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত তিনি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষকে সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বেঞ্জামিনবাবুকে নির্দেশ দেওয়া হয়। স্কুলশিক্ষা দফতরের তরফে সেই চিঠির প্রতিলিপি মৃন্ময়বাবুকেও পাঠানো হয়। সরকারি নির্দেশ অনুযায়ী এ দিন চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য মৃণ্ময়বাবু দিনভর রায়গঞ্জের কর্ণজোড়ায় সংসদের কার্যালয়ে হাজির থাকলেও বেঞ্জামিনবাবু কার্যালয়ে যাননি বলে অভিযোগ। মৃণ্ময়বাবু বলেন, ‘‘বেঞ্জামিনবাবু না আসায় সরকারি নির্দেশ ও ক্ষমতাবলে আমি নিজেই বিকালে চেয়ারম্যানের পদের দায়িত্ব বুঝে নিতে বাধ্য হই।’’

উল্লেখ্য, হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী সবিতা ক্ষেত্রী কিছুদিন আগে কলকাতায় গিয়ে লিখিতভাবে দলের রাজ্য নেতৃত্বের কাছে বেঞ্জামিনবাবুর বিরুদ্ধে নির্বাচনে অন্তর্ঘাতের অভিযোগ জানান। সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় খোদ তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দফতর বেঞ্জামিনবাবুকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিল বলে তৃণমূলের অন্দরের খবর।

বিধানসভা নির্বাচনে হেমতাবাদের তৃণমূল প্রার্থী সবিতাদেবী জোটপ্রার্থী সিপিএমের দেবেন্দ্রনাথ রায়ের কাছে ১৩ হাজার ১৩৬ ভোটে পরাজিত হন। এরপর সবিতাদেবী কলকাতায় গিয়ে গত ২৪, ২৫ ও ২৬ মে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর কাছে তিন দফায় বেঞ্জামিনবাবুর বিরুদ্ধে লিখিতভাবে নির্বাচনে অন্তর্ঘাতের অভিযোগ জানান। হেমতাবাদের বারুইবাড়ি এলাকার বাসিন্দা বেঞ্জামিনবাবু দলের এসসি এসটি ওবিসি সেলের জেলা সহকারী সভাপতির দায়িত্বে রয়েছেন। সেই সুবাদে মাত্র এক বছর আগে তাঁকে সংসদের চেয়ারম্যানের দায়িত্ব দেয় রাজ্য সরকার।

তৃণমূল সূত্রের খবর, গত জানুয়ারি মাস থেকে হেমতাবাদে প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের পাঁচ নেতা ও তাঁদের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। এই পরিস্থিতিতে গত ৪ মার্চ তৃণমূলনেত্রী হেমতাবাদের দলীয় প্রার্থী হিসেবে সবিতাদেবীর নাম ঘোষণা করেন। এরপরেই প্রার্থী হতে না পারা নেতাদের সঙ্গে নিয়ে সবিতাদেবীকে ভোট না দেওয়ার জন্য হেমতাবাদের বিভিন্ন এলাকায় গোপনে প্রচার চালানোর অভিযোগ ওঠে বেঞ্জামিনবাবুর বিরুদ্ধে।

সেই অভিযোগকে কেন্দ্র করে গত ২৩ মার্চ দলের হেমতাবাদ ব্লক কার্যালয়ে বেঞ্জামিনবাবু ও সবিতাদেবীর স্বামী তথা হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়েন। সবিতাদেবী বলেন, ‘‘বেঞ্জামিনবাবুর অন্তর্ঘাতের জেরেই আমাকে নির্বাচনে পরাজিত হতে হয়েছে। আমি সেকথাই লিখিতভাবে দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলাম। দল তদন্ত করে সত্যতা পেয়ে বেঞ্জামিনবাবুকে সরিয়ে দিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School commitee head Government school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE