Advertisement
০২ মে ২০২৪
ফের জলমগ্ন জলপাইগুড়ি

এক রাতের বৃষ্টিতেই থইথই রাস্তাঘাট, বাড়িও

বৃষ্টির জেরে ফের একবার জলমগ্ন হল জলপাইগুড়ি শহরের নানা এলাকা৷ পুর এলাকার বিভিন্ন রাস্তা-সহ জল ঢুকল অনেক বাসিন্দার বাড়িঘরেও৷ এক রাতের বৃষ্টি ফের একবার চরম দুর্ভোগে ফেলল কয়েকশো বাসিন্দাকে৷ বর্ষার শুরুতেই ফের প্রশ্ন উঠে গেল শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে।

শুক্রবারও জল থইথই জলপাইগুড়ির সংস্কৃতিপাড়া। ছবিটি তুলেছেন সন্দীপ পাল।

শুক্রবারও জল থইথই জলপাইগুড়ির সংস্কৃতিপাড়া। ছবিটি তুলেছেন সন্দীপ পাল।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০২:৫৯
Share: Save:

বৃষ্টির জেরে ফের একবার জলমগ্ন হল জলপাইগুড়ি শহরের নানা এলাকা৷ পুর এলাকার বিভিন্ন রাস্তা-সহ জল ঢুকল অনেক বাসিন্দার বাড়িঘরেও৷ এক রাতের বৃষ্টি ফের একবার চরম দুর্ভোগে ফেলল কয়েকশো বাসিন্দাকে৷ বর্ষার শুরুতেই ফের প্রশ্ন উঠে গেল শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে।

বৃহস্পতিবার গভীর রাত থেকে জলপাইগুড়িতে টানা বৃষ্টি শুরু হয়৷ বৃষ্টি চলে শুক্রবার দুপুর পর্যন্ত৷ দুপুরের আগেই সকাল থেকে জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকা। পান্ডাপাড়া, কংগ্রেস পাড়া, মহামায়া পাড়া, জয়ন্তী পাড়ার একাংশ, নিউটাউন পাড়া, পবিত্রনগর কলোনি ছাড়াও উত্তর রায়কত পাড়া ও রেসকোর্স পাড়ায় জল জমে যায় ৷ পান্ডাপাড়া-সহ শহরের বিভিন্ন প্রান্তে অনেক বাড়ি-ঘরেও জল ঢুকে যায়৷ বৃষ্টি থামার পর বিভিন্ন এলাকায় জল নামতে শুরু করলেও এখনও অনেক জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে ৷

মাত্র এক রাতের বৃষ্টিতে শহর জলমগ্ন হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে৷ আনন্দ পাড়ার বাসিন্দা গৃহবধূ সরস্বতী মাহাতোর কথায়, “একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে তা ঘরে ঢুকে পড়ছে৷ আজও এর ব্যতিক্রম হল না৷ কতদিন যে আমাদের এই দুর্ভোগ চলবে জানি না৷” জলপাইগুড়ির আরেক বাসিন্দা বরুণ সরকারের কথায়, “ফি বছর জলপাইগুড়ি শহরের সেই এক চিত্র৷ একটু বৃষ্টি হলেই চারিদিক জলে থই থই৷ পুরসভা বা প্রশাসনের বিষয়টি দেখা উচিত ৷”

শহরে ফের জল জমায় বিরোধীরা এ দিন ফের একবার পুরসভার বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ সিপিএম কাউন্সিলর প্রমোদ মণ্ডল বলেন, “পরিকল্পনা করে নিকাশির কাজ করার জন্য সারা বছর ধরেই পুরসভার ক্ষমতাসীন বোর্ডের কাছে আমরা দাবি জানিয়ে এসেছিলাম৷ কিন্তু ওরা তা করেনি৷’’ এর ফলেই এখন সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি তাঁর। প্রমোদবাবুর আশঙ্কা বৃষ্টি বাড়লে মানুষের সমস্যা আরও বাড়বে।

তবে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে এ দিন ফের দাবি করা হয়েছে, শহরের বেশ কিছু এলাকায় জল জমলেও কিন্তু বৃষ্টি থামতেই তা নেমে গেছে৷ পুরসভার ভাইস চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “অতি বৃষ্টির জন্যই এ বছর একাধিকবার এই পরিস্থিতি তৈরি হল৷ তবে বৃষ্টি থামতেই জল যেভাবে নামছে তা থেকেই বোঝা যাচ্ছে পুরসভা নিকাশির কাজ ভালই করেছে৷”

সেচ দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জলপাইগুড়িতে ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ প্রবল বৃষ্টির জেরে তিস্তা-সহ অন্য নদীগুলির জলও খানিকটা বেড়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rAIN Monsoon Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE