Advertisement
E-Paper

নিয়ন্ত্রিত বাজারকে অত্যাধুনিক করতে সচেষ্ট প্রশাসন

শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারকে উত্তরপূর্ব ভারতের অন্যতম ‘মার্কেটিং হাব’ হিসাবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। রবিবার ওই বাজার পরিদর্শন করে এ কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বাজারের বর্জ্য প্রক্রিয়াকরণ করার জন্য এ দিন নিয়ন্ত্রিত বাজার এলাকাতেই চিহ্নিত জায়গা দেখেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৪:০৪
নিয়ন্ত্রিত বাজারে মন্ত্রী। নিজস্ব চিত্র।

নিয়ন্ত্রিত বাজারে মন্ত্রী। নিজস্ব চিত্র।

শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারকে উত্তরপূর্ব ভারতের অন্যতম ‘মার্কেটিং হাব’ হিসাবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। রবিবার ওই বাজার পরিদর্শন করে এ কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বাজারের বর্জ্য প্রক্রিয়াকরণ করার জন্য এ দিন নিয়ন্ত্রিত বাজার এলাকাতেই চিহ্নিত জায়গা দেখেন তিনি। তবে বাজারে বিশেষ করে মাছ ব্যবসায়ীরা যে হারে থার্মোকল ব্যবহার করেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘নিয়ন্ত্রিত বাজারে থার্মোকল বিভীষিকা। কী করে এই সমস্যা মেটানো যায় তা নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে কথা বলব। শিলিগুড়ির এই নিয়ন্ত্রিত বাজারটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাধুনিক রূপে গড়ে তুলতে চান। ৫০ একরের উপর এই বাজারকে উত্তরপূর্ব ভারতের অন্যতম ব্যবসার কেন্দ্র হিসাবে সাজিয়ে তোলা হবে।’’ মন্ত্রী জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং কৃষি বিপণম দফতরের উদ্যোগে যৌথভাবে পরিকল্পনা তৈরি করা হচ্ছে। অর্থের কোনও সমস্যা হবে না। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকেও বরাদ্দ করা হবে। মুখ্যমন্ত্রী দিন কয়েকের মধ্যেই শিলিগুড়ি আসছেন। তার সফরের পর নিয়ন্ত্রিত বাজারের পরিকল্পনার রূপরেখা তৈরি করা হবে। জলপাইগুড়িতে পূর্ত দফতরের ‘আর্কিটাকচারাল উইং’ রয়েছে। তাদের সাহায্য নেওয়া হবে।

উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং নিয়ন্ত্রিত বাজার সমিতি সূত্রে জানা গিয়েছে, বাজার চত্বরে কৃষি বিপণন দফতরের পণ্য বিক্রির কাউন্টার থাকবে। খাদ্য দফতরকেও বলা হবে তাদেরও এ ধরনের কাউন্টার খোলার ব্যাপারে। বাজারের অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। নিকাশি ব্যবস্থা, পার্কিং, হিমঘর তৈরি হবে। বিভিন্ন দোকান সংস্কার করা হবে। সব্জি বাজার, ফল বাজার, মাছ বাজার অত্যাধুনিক রূপে সাজিয়ে তোলা হবে। শ্রমিকদের থাকার জায়গা, শৌচাগার তৈরি করা হবে।

Siliguri State Government North Bengal marketing hub Mamata Bandopadhyay Goutam Deb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy