Advertisement
০৫ মে ২০২৪

ব্লাডব্যাঙ্ক প্রায় খালি, উদ্বেগ

জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল কোনও নতুন ঘটনা নয়৷ কিন্তু পুজোর মরসুমে গত কয়েক দিনে সেই সঙ্কট ফের প্রবল হয়ে ওঠায় রীতিমতো সমস্যায় রোগী ও তাঁদের আত্মীয়রা৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০২:২৩
Share: Save:

কারও অস্ত্রোপচার হবে৷ কারও আবার কমে গিয়েছে হিমোগ্লোবিন৷ অথচ, তাদের পরিজনদের ছুটতে হচ্ছে হয় পরিচিতদের কাছে, নয়তো সোজা শিলিগুড়িতে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ কারণ রক্তের সঙ্কট চলছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে৷

জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল কোনও নতুন ঘটনা নয়৷ কিন্তু পুজোর মরসুমে গত কয়েক দিনে সেই সঙ্কট ফের প্রবল হয়ে ওঠায় রীতিমতো সমস্যায় রোগী ও তাঁদের আত্মীয়রা৷ হলদিবাড়ির বাসিন্দা শেখ রাজু তাঁর স্ত্রীকে ভর্তি করেছেন জলপাইগুড়ি জেলা হাসপাতালে৷ এই হাসপাতালেই স্ত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা৷ শেখ রাজুর অভিযোগ, স্ত্রীর অস্ত্রোপচারের জন্য চিকিৎসকরা এ পজিটিভ রক্ত জোগাড় করে রাখতে বলেছেন৷ কিন্তু তা না মেলায় অস্ত্রোপচার আটকে রয়েছে৷ প্রসুতি বিভাগে ভর্তি মালবাজারের মহসিনা বেগম৷ তাঁর স্বামী রাসানুল আলমের অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে হন্যে হয়ে পড়ে থেকেও রক্ত মিলছে না৷ তিনি বলেন, ‘‘বাধ্য হয়ে এ দিন দুপুরে এক আত্মীয়কে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠালাম৷ জানি না, ওখানেও রক্ত মিলবে কি না।’’ একই অবস্থা লাটাগুড়ির সুব্রত সাহার৷ মায়ের জন্য হন্যে হয়ে ব্লাড ব্যাঙ্কে পড়ে থেকেও রক্ত না পেয়ে এক পরিচিতকে অনুরোধ করে তাঁকে দিয়ে এক বোতল রক্ত দেওয়াতে পেরেছেন তিনি৷

জলপাইগুড়ি জেলা হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০-৬০ বোতল রক্তের প্রয়োজন৷ এর মধ্যে ‘এ’ পজিটিভ, ‘বি’ পজিটিভ এবং ‘ও’ পজিটিভ রক্তই বেশি দরকার৷ কিন্তু বর্তমানে ওই ব্লাডব্যাঙ্কে রক্ত রয়েছে মাত্র ৭৪ বোতল৷ যার মধ্যে বি গ্রুপের কোন রক্ত নেই৷ এ নেগেটিভ রক্ত রয়েছে এক বোতল৷ তবে ও পজিটিভ ৬৫টি বোতলের মতো রয়েছে৷

ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গত মাসে জলপাইগুড়ি জেলায় ১৬টি রক্তদান শিবির হয়েছে৷ কিন্তু ২৪ সেপ্টেম্বরের পর থেকে আর কোনও শিবির হয়নি৷ যার ফলে এই সঙ্কট৷ তবে ব্লাড ব্যাঙ্ক সূত্রে এ-ও জানা গিয়েছে, খুব শীঘ্রই জলপাইগুড়িতে দুই-তিনটি রক্তদান শিবির হওয়ার কথা রয়েছে৷ জলপাইগুড়ি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত রায় বলেন, ‘‘জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট রয়েছে৷ সেজন্য আমরা সর্বস্তরের মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার অনুরোধও জানাচ্ছি৷ কিন্তু রক্তের অভাবে কোন অস্ত্রপচার বা চিকিৎসা বন্ধ রয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা৷’’ এ দিনও সব বিভাগের সব অস্ত্রোপচারই স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে বলে তাঁর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blood Bank Jalpaiguri District Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE