Advertisement
১১ মে ২০২৪

আশ্বাসে টোটো ধর্মঘট উঠল আলিপুরদুয়ারে

টোটো বন্ধের দাবিতে অটো ধর্মঘটের প্রথম দিনেই প্রশাসনিক আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিল অটো মালিকদের সংগঠনগুলি। এর ফলে এ দিন বিকেল থেকে আলিপুরদুয়ার শহরে যথারীতি অটো চলাচল চালু হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরে চলা প্রায় ৬০০ অটো পথে না নামায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের মাত্র কয়েকটি টোটোর উপর ভরসা করে শহরে যাতায়াত করতে হল।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:১৩
Share: Save:

টোটো বন্ধের দাবিতে অটো ধর্মঘটের প্রথম দিনেই প্রশাসনিক আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিল অটো মালিকদের সংগঠনগুলি। এর ফলে এ দিন বিকেল থেকে আলিপুরদুয়ার শহরে যথারীতি অটো চলাচল চালু হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরে চলা প্রায় ৬০০ অটো পথে না নামায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের মাত্র কয়েকটি টোটোর উপর ভরসা করে শহরে যাতায়াত করতে হল। সব থেকে বেশি ভোগান্তিতে পড়েন নিউ আলিপুরদুয়ার ও আলিপুরদুয়ার জংশন এলাকার যাত্রীরা। কোলকাতা সহ বিভিন্ন এলাকার ডুয়ার্স বেড়াতে আসা পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়।

ট্যাক্সিগুলির বিরুদ্ধে ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। টোটোগুলিতে ঠাসাঠাসি করে যাত্রী তুলতেও দেখা যায়।ব্যারাকপুর থেকে পরিবার নিয়ে ডুয়ার্সে বেড়াতে আসেন তন্ময় দাস নামে এক পর্যটক।তন্ময়বাবু সোমবার সকালে আলিপুরদুয়ার জংশন স্টেশনে নামেন। তিনি জানান পরিবার নিয়ে ডুয়ার্সে বেড়াতে এসে ট্রেন থেকে নেমে রীতিমত এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হল।

অটো ধর্মঘট চলছে। দু’একটি টোটো চললেও সেগুলিতে ছুটোছুটি করে উঠতে হচ্ছিল। আলিপুরদুয়ার চৌপথির একটি হোটেলে পৌঁছে দিতে আমার কাছে ১৫০-এর জায়গায় ৩০০ টাকা নিল একটি ট্যাক্সি। দত্তপট্টি এলাকার বাসিন্দা পিঙ্কি চক্রবর্তী এবং নিউটাউন এলাকার ডলি বসু জানান, অটো বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে আমাদের। কোর্টে আসার জন্য এক ঘণ্টা ফেরার সময় ৪০ মিনিট অপেক্ষা করে টোটো পেয়েছি।

অবৈধ টোটো বন্ধের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আলিপুরদুয়ার শহরে অটো ধর্মঘটের ডাক দেয় অটো মালিকদের সংগঠনগুলি। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে অটো মালিকদের সংগঠনগুলির দাবি পূরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে বিকেল ৪টেয় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এ ব্যাপারে আগামী বুধবার প্রশাসনের পক্ষ থেকে মালিকদের সংগঠনগুলির সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরে প্রতিদিন অন্তত ৬০০ অটো চলাচল করে। টোটো চলে মাত্র ২০০। তাই অটো চলাচল বন্ধ থাকায় যাত্রীদের রীতিমতো ভোগান্তি পড়তে হয়। ডুয়ার্স ওনার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবলু বিশ্বাসের অভিযোগ শহরে চলাচল করা সমস্ত টোটো অবৈধ। অথচ প্রশাসনের নাকের ডগায় সেগুলি চলাচল করছে। প্রশাসন নতুন অটো পারমিট বন্ধ করে দিয়েছে। অথচ পারমিট ছাড়া শহরে টোটো চলছে। এটা মেনে নেওয়া যায় না।এর বিরুদ্ধে সোমবার থেকে অনির্দষ্ট কালের জন্য আলিপুরদুয়ার শহরে অটো ধর্মঘটের ডাক দেওয়া হয়। প্রসাশনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।বুধবারের মধ্যে অবৈধ টটো বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া না হলে বৃহস্পতিবারের মধ্যে ফের ধর্মঘটে নামা হবে। এ ব্যাপারে আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক দেবী প্রসাদ করণম বলেন, ‘‘অটো ধর্মঘট প্রত্যাহারের খবর পেয়েছি। আগামী বুধবারের সভায় সংশ্লিষ্ট দফতরের কর্তাদের বিষয়টি সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alipurduar Toto Toto strike dooars Taxi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE