শহরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়ে চারশোর কাছাকাছি। নতুন করে কারও মৃত্যুর খবর না থাকলেও জ্বর এবং ডেঙ্গি সন্দেহে রোগীর ভিড় বা়ড়ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে।
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মাটিগাড়ায় উত্তরায়ণ উপনগরীর একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন শিলিগুড়ির এক ইউরোলজিস্ট। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরেও রাখতে হয়।
বুধবার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১০ বছরের বালক অভিষেক সিংহ বমি করে অসুস্থ হয়ে মারা গেলে বাসিন্দাদের মধ্যে ডেঙ্গির আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিহারে বাড়ি হলেও শিলিগুড়িতে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত সে। মামা সন্তোষ সিংহ, অর্জুন সিংহরা জানান, কয়েকদিন ধরে অভিষেক জ্বরে ভুগছিল। জ্বরের ওষুধ খেয়ে রবিবার জ্বর কমে। ওই দিন ভোরে বমি করে শরীর অবসন্ন হয়ে পড়ে অভিষেকের। একাধিক নার্সিংহোমে জায়গা মেলেনি। পরে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে ইঞ্জেকশন, স্যালাইন দেওয়ার পর উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়। সেখানে আনার পথেই তার মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, কী ভাবে ওই বালকের মৃত্যু হয়েছে খোঁজ নেওয়া হচ্ছে। তবে রক্তের নমুনা সংগ্রহ না করায় তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নার্সিংহোমগুলো রোগীকে ভর্তি করাতে না চাওয়া নিয়ে সরব হয়েছেন ওই বালকের পরিবার।