Advertisement
২৭ এপ্রিল ২০২৪

এনবিএসটিসি-র দশটি রুটে নতুন বাস নামছে

আগামীকাল, মঙ্গলবার থেকে ১০ টি নতুন রুটে বাস চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ। আপাতত ১০টি রুটে বাস চালু হলেও ২৭টি রুটে নতুন বাস চালু হবে পুজোর আগেই। রবিবার আনুষ্ঠানিকভাবে এনবিএসটিসি ১০টি বাসের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।

উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ জুন ২০১৪ ০২:০৫
Share: Save:

আগামীকাল, মঙ্গলবার থেকে ১০ টি নতুন রুটে বাস চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ। আপাতত ১০টি রুটে বাস চালু হলেও ২৭টি রুটে নতুন বাস চালু হবে পুজোর আগেই। রবিবার আনুষ্ঠানিকভাবে এনবিএসটিসি ১০টি বাসের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাস টার্মিনাসে অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন নিগমের ম্যানেজিং ডিরেক্টর জয়দেব ঠাকুর সহ অন্যান্য বোর্ড সদস্যরা। পর্যটক আকর্ষণ বাড়াতে কোচবিহারের ঐতিহ্যবাহী ডাবল ডেকার বাসও ফের রাস্তায় নামানো হবে বলে এদিন ঘোষণা করা হয়।

নিগম সূত্রের খবর, আপাতত মাথাভাঙ্গা-ঘোকসাডাঙ্গা, নিউ জলপাইগুড়ি-দার্জিলিং, জলপাইগুড়ি-নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি-বেলাকোবা, জলপাইগুড়ি-চাউলহাটি, ময়নাগুড়ি-সুস্টিরহাট, ময়নাগুড়ি-জোড়পাকড়ি, শিলিগুড়ি-ফাঁসিদেওয়া, শিলিগুড়ি-খড়িবাড়ি এবং নিউ জলপাইগুড়ি-বাগডোগরা রুটে বাসগুলি চলে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সংস্থাকে ঢেলে সাজার প্রক্রিয়া শুরু করে। জওহরলাল নেহরু নগরায়ণ প্রকল্পের ১৪০ টি বাস ছাড়াও রাজ্য সরকার প্রথম পর্যায়ে মোট ৫০টি এবং পরের পর্যায়ে আরও ৫০টি বাস উত্তরবঙ্গে আসছে। খুব শীঘ্রই আরও ৬টি বিলাসবহুল বাস রাস্তায় নামবে।”

সংস্থার অফিসারেরা জানান, যে বাসগুলি রাস্তায় নামছে তা আধুনিক প্রযুক্তিতে তৈরি। প্রতিটি বাসে ইলেকট্রনিক পদ্ধতিতে রুট নির্দেশ করা থাকবে। প্রতিটি বাসই ৫৪আসন থাকছে। প্রথম পর্যায়ে শিলিগুড়ি ও জলপাইগুড়ি এবং তার সংলগ্ন এলাকাগুলিকে যুক্ত করা হচ্ছে। পরে গোটা রাজ্যে এবং পাশের রাজ্য বিহার, ঝাড়খন্ড এবং অসমের সঙ্গে বাস যোগাযোগ চালু হবে। এ ছাড়া কয়েকটি পুরোনো ডিপোকে সংস্কার ও নতুন বাসস্ট্যান্ড চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জানান, মালবাজার ডিপোকে অত্যাধুনিক সুবিধাযুক্ত করা হবে। নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে পর্যটকদের সুবিধার জন্য নিগম বাসস্ট্যান্ড চালু করবে। বালুরঘাট, শিলিগুড়ি, মালদা, মাটিগাড়া, মাল্লাগুড়ি ও জলপাইগুড়িতে টার্মিনালের জন্যও কয়েক কোটি টাকা মঞ্জুর হয়েছে। এছাড়া হেমতাবাদ, হরিরামপুর ও গঙ্গারামপুরে নতুন বাসস্ট্যান্ড তৈরি করা হবে।

বাম আমলে পরিবহণ নিগমের বেআইনি নিয়োগ নিয়ে এদিনও সরব হন মন্ত্রী তথা চেয়ারম্যান। তিনি জানান, এই বেআইনিভাবে নিযুক্ত কর্মীদের জন্য নিগমকে প্রতিমাসে ৬ কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। সমস্ত হিসাব অডিটের মাধ্যমে প্রকাশ পাবে। নতুন বাসগুলি চালাতে ১৮৮০ জন কর্মী নিয়োগ করা হচ্ছে। আগামী মাসে তার নিয়োগের পরীক্ষাও রয়েছে। মোট ৮৬৫ জন করে ড্রাইভার ও কন্ডাকটর পদে এবং ১৫০ জন মেকানিক পদে লোক নেওয়া হবে। নিয়োগ নিয়ে কোনও রকম প্রশ্ন থাকলে তা নিগমের চালু করা টোল ফ্রি নম্বর বা সংশ্লিষ্ট দফতরের কর্তাদের নম্বরে খোঁজ নেওয়া যাবে। নম্বরগুলি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nbstc new bus siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE