Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জন্মজয়ন্তীতে কবিগুরু স্মরণ

কোথাও ফুলের মালা, ধূপে শ্রদ্ধা জানানো, কোথাও গানে-কবিতায় কবি স্মরণ। কেউ আবার টয়ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে তিনধারিয়া গিয়ে বাষিক পত্রিকা প্রকাশ করে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেন। শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ি শহর জুড়ে নানা অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন সরকারি দফতর ও নানা সংগঠন, সাংস্কৃতিক সংস্থাগুলি। কবি স্মরণে বাদ থাকেনি রাজনৈতিক দলগুলিও।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি ও হলদিবাড়ি শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০৩:১৭
Share: Save:

কোথাও ফুলের মালা, ধূপে শ্রদ্ধা জানানো, কোথাও গানে-কবিতায় কবি স্মরণ। কেউ আবার টয়ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে তিনধারিয়া গিয়ে বাষিক পত্রিকা প্রকাশ করে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেন। শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ি শহর জুড়ে নানা অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন সরকারি দফতর ও নানা সংগঠন, সাংস্কৃতিক সংস্থাগুলি। কবি স্মরণে বাদ থাকেনি রাজনৈতিক দলগুলিও।

শহরে সব ওয়ার্ডেই রবীন্দ্রজয়ন্তী পালিত হয়েছে। বাঘাযতীন পার্কে শিলিগুড়ি পুরসভার তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রবীন্দ্রনাথের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের পক্ষ থেকে অনিল বিশ্বাস ভবন থেকে একটি মিছিল আয়োজন করা হয়। মিছিল শেষ হয় বাঘাযতীন পার্কে রবীন্দ্রমূর্তির সামনে। ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ জানান সিপিএমের জেলা নেতারা। শিলিগুড়ি গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকেও একটি ট্যাবলো সাজিয়ে হিলকার্ট রোড পরিক্রমা করা হয়। বাঘাযতীন পাকের্র রবীন্দ্র মঞ্চে নাচ, গান, আবৃত্তির অনুষ্ঠান করেন তাঁরা। শহরের বিভিন্ন এলাকায় রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান করেন শাসক দল তৃণমূলও।

ফুলেশ্বরী নন্দিনী নামে একটি সাংস্কৃৃতিক সংগঠন সদস্যরা অভিনব আয়োজন করেছিল। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টয়ট্রেনে নানা অনুষ্ঠান চালিয়ে, তাঁরা তিনধারিয়া পর্যন্ত যান। সেখানে কিছুসময় নাচ, গান, আবৃত্তি, শ্রুতিনাটক অনুষ্ঠান করেন তাঁরা। ওই ফিরতি ট্রেনেই আবার অনুষ্ঠানের মাধ্যমেই ফিরে আসেন। তিনধারিয়াতে সংস্থার বার্ষিক পত্রিকা ‘ফুলেশ্বরী নন্দিনী’র প্রকাশও হয়। শিলিগুড়ির দাগাপুরের বসুন্ধরায় পঁচিশে বৈশাখ পালন করা হয়। শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪৭ নম্বর ওয়ার্ড ডিওয়াইএফআইয়ের উদ্যোগেও পালন করা হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। সন্ধ্যায় বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে শিলিগুড়ি পুরসভা রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর মাল্লাগুড়ি নাগরিক উন্নয়ন কমিটি শহরে একটি পদযাত্রা ও অনুষ্ঠান করে। আয়োজন ছিল হলদিবাড়িতেও। শান্তিনগর ইউনিক ক্লাবের পক্ষ থেকে সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিনদিন ধরে এই উৎসব চলবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মংপুতে অনুষ্ঠান। কবির ব্যবহৃত বিছানা, বই, চেয়ার, টেবিল এমনকী হোমিওপ্যাথি ওষুধের শিশি সংরক্ষিত রয়েছে মংপুতে। কালিম্পঙের মংপুতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর ১২টি কবিতা লেখেন বলে জানা যায়। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মংপুতে শুক্রবার পালিত হল রবীন্দ্র জয়ন্তী। যদিও নির্বাচনী আচরণবিধি জারি থাকায় অনুষ্ঠানে আড়ম্বর ছিল না। এ দিন মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে পালন করা হয় কবির ১৫৪তম জন্মজয়ন্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

haldibari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE