Advertisement
০৮ মে ২০২৪

জলপাইগুড়ির চার স্টেশনে নতুন চারটি ট্রেনের স্টপ

লোকসভা ভোটের মুখে বুধবার থেকে জলপাইগুড়ি জেলার চারটি স্টেশনে চারটি ট্রেনের স্টপেজ শুরু হল। উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অলোকনন্দা সরকার জানিয়েছেন, ট্রেনগুলির স্টপেজের জন্য রেল বোর্ডের কাছে আগেই প্রস্তাব পাঠানো হয়েছিল। কিছুদিন আগে সেগুলি অনুমোদন পেয়েছে।

জলপাইগুড়ি রোড স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। বুধবার সন্দীপ পালের তোলা ছবি।

জলপাইগুড়ি রোড স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। বুধবার সন্দীপ পালের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৪ ০৭:৫৬
Share: Save:

লোকসভা ভোটের মুখে বুধবার থেকে জলপাইগুড়ি জেলার চারটি স্টেশনে চারটি ট্রেনের স্টপেজ শুরু হল। উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অলোকনন্দা সরকার জানিয়েছেন, ট্রেনগুলির স্টপেজের জন্য রেল বোর্ডের কাছে আগেই প্রস্তাব পাঠানো হয়েছিল। কিছুদিন আগে সেগুলি অনুমোদন পেয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটি-চেন্নাই এক্সপ্রেস ট্রেন নিউ ময়নাগুড়ি স্টেশনে, শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে, কামাখ্যা-পুরী এক্সপ্রেস ট্রেন নিউ মাল স্টেশনে এবং শিলিগুড়ি-ধুবরি ইন্টারসিটি ট্রেন নাগরাকাটায় দাঁড়াবে। নতুন স্টপ চালু হওয়ায় খুশি প্রত্যেকটি এলাকার বাসিন্দারাই।

এ দিন বিকেলের পরে নিউ ময়নাগুড়ি স্টেশনে গুয়াহাটি-চেন্নাই এবং জলপাইগুড়ি রোড স্টেশনে শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে কংগ্রেস সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে তাঁরা যাত্রীদের মধ্যে মিষ্টি বিলি করেন। জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, “এলাকার বাসিন্দারা দীর্ঘ দিন থেকে ট্রেনগুলির স্টপেজের দাবিতে আন্দোলন করেছেন। সম্প্রতি দলীয় স্তরে আলোচনা করে বিষয়টি রেল প্রতিমন্ত্রীকে জানানো হয়। তার হস্তক্ষেপেই এই সিদ্ধান্ত।”

ট্রেনের স্টপেজ পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির কর্তা স্বপন দত্ত বলেন, “নিউ ময়নাগুড়িতে গুয়াহাটি-চেন্নাই এক্সপ্রেস ট্রেনের স্টপেজের ফলে এলাকার বাসিন্দাদের দক্ষিণ ভারতে চিকিসার জন্য যাতায়াত করতে সুবিধা হবে।” রেল বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সলিল আচার্য বলেন, “ট্রেন স্টপের দাবিতে কয়েক যুগ থেকে ওই চারটি এলাকার বাসিন্দারা আন্দোলন করছিলেন। এটা ভাল পদক্ষেপ।” জেলা তৃণমূল সভাপতি চন্দন ভৌমিক বলেন, “অনেক দিনের সমস্যার সমাধান হল।”

রেল সূত্রে জানা গিয়েছে, প্রতি শুক্রবার গুয়াহাটিগামী আপ গুয়াহাটি-চেন্নাই এক্সপ্রেস ট্রেন রাত ৮টা ২০ মিনিটে এবং চেন্নাই যাওয়ার সময় রাত ৯টা ৫৬ মিনিটে নিউ ময়নাগুড়ি স্টেশনে দাঁড়াবে। এ দিকে কোচবিহারগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫০ মিনিটে এবং শিয়ালদহ যাওয়ার সময় বিকাল ৪টা ৪১ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়াবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি নিত্যযাত্রীরাও। জলপাইগুড়ির রেল নিত্যযাত্রী সংগঠনের সদস্য গোপাল পোদ্দার বলেন, “দীর্ঘদিন ধরেই ট্রেনের স্টপেজ দাবি করে আন্দোলন করছি। এতদিনে সে দাবি মানা হল। রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jalpaiguri train station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE