Advertisement
E-Paper

ধূপগুড়ি-কাণ্ডে চার্জশিট নিয়ে নালিশ সিপিএমের

অভিযুক্ত তৃণমূল নেতাদের বাঁচাতেই ধূপগুড়িতে ছাত্রীকে ধর্ষণ করে খুনের মামলায় ভুয়ো চার্জশিট পেশ করা হয়েছে বলে অভিযোগ তুলল সিপিএম। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে লাগাতার রেল অবরোধের হুমকিও দিয়েছে তারা। আগামী মাসের প্রথম দিন থেকেই রেল অবরোধ শুরু হবে বলে জানানো হয়েছে। বুধবার ধূপগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করে দলের তরফে ওই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৪ ০২:০৩

অভিযুক্ত তৃণমূল নেতাদের বাঁচাতেই ধূপগুড়িতে ছাত্রীকে ধর্ষণ করে খুনের মামলায় ভুয়ো চার্জশিট পেশ করা হয়েছে বলে অভিযোগ তুলল সিপিএম। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে লাগাতার রেল অবরোধের হুমকিও দিয়েছে তারা। আগামী মাসের প্রথম দিন থেকেই রেল অবরোধ শুরু হবে বলে জানানো হয়েছে। বুধবার ধূপগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করে দলের তরফে ওই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

সিপিএমের অভিযোগ, একদিকে শাসক দল তৃণমূলের চাপ এবং সেই সঙ্গে টাকার লেনদেনের প্রভাবেই চার্জশিট পাল্টে ফেলা হয়েছে। এ দিন বিক্ষোভ মিছিলে সিপিএমের তরফে রেল পুলিশের তদন্তকারী ওসির মোবাইল ফোনের ‘কল লিস্ট’ খতিয়ে দেখার দাবিও তোলা হয়েছে। সিপিএমের ধূপগুড়ি-১ নম্বর লোকাল কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন, “ধর্ষণ, খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগের ভিত্তিতে সেই সব ধারায় মামলা শুরু করেছিল রেল পুলিশ। অথচ চার্জশিটে সেই সব অভিযোগ পাল্টে আত্মহত্যা হয়ে গেল কোন রহস্যে তাই বোঝা যাচ্ছে না। রেল পুলিশের ময়নাগুড়ি ওসি-র মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করা হলে তিনি কী ভাবে তৃণমূল নেতাদের নির্দেশ মেনে কাজ করেছেন তা জানা যাবে।” আগামী ১ নভেম্বর সকাল দশটা থেকে ধূপগুড়ি স্টেশনে লাগাতার রেল অবরোধ শুরু হবে বলে সিপিএম নেতৃত্বের তরফে জানানো হয়েছে।

একই অভিযোগ তুলে মঙ্গলবার জলপাইগুড়ি রোড স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই ও ডিওয়াইএফ। বুধবার বিকেলে ধূপগুড়িতে সিপিএমের বিক্ষোভ মিছিল হয়। মিছিলের পরে পথসভাও হয়েছে।

গত ১ সেপ্টেম্বর রাতে শহরের মধ্যপাড়া এলাকায় তৃণমূল নেতাদের ডাকা সালিশি সভা থেকে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ হয় বলে অভিযোগ। সালিশি সভায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছাত্রীকে দেখে নেওয়া এবং ‘থুতু চাটানো’র হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে। ভয় পেয়ে ছাত্রী সালিশি সভা থেকে পালিয়ে যায়। সে সময় সালিশি সভা থেকে কয়েকজন ছাত্রীর পিছু ধাওয়া করে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। পরদিন রেল লাইনের ধারে ছাত্রীর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। সে দিন রাতেই তৃণমূল নেতা-সহ সালিশি সভায় উপস্থিত ১৩ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। অভিযুক্ত সকলকে গ্রেফতারের পরে চার্জশিট জমা দিয়েছে রেল পুলিশ।

এসএফআই-র জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি নূর আলমের অভিযোগ, “চাপে নতিস্বীকার করে রেল পুলিশ তৃণমূল নেতাদের বাঁচাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। আন্দোলন চলবে।”

অন্য দিকে, ময়নাগুড়ির রেল পুলিশ ওসি অভিষেক ভট্টাচার্য বলেন, “চাপের কোনও বিষয়ই নেই। তদন্তে যেমন জানা গিয়েছে সেটাই চার্জশিটে রয়েছে। নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করেছি।” এ দিকে এদিনও তৃণমূল নেতৃত্ব রেল পুলিশকে প্রভাবিত করার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন দলের ধূপগুড়ির তৃণমূল নেতা গুড্ডু সিংহ। তাঁর দাবি, “সিপিএম নোংরা রাজনীতি শুরু করেছে। অভিযুক্তরা সকলেই গ্রেফতার হয়েছে। পুলিশকে প্রভাবিত করার প্রশ্ন কেন উঠছে সেটা পরিষ্কার নয়।”

dhupguri jalpaiguri charge sheet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy