Advertisement
০৬ মে ২০২৪

ধূপগুড়ি-কাণ্ডে দ্রুত দোষীদের ধরার দাবি

ধূপগুড়ি-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীদের একাংশ এখনও কেন গ্রেফতার হননি, সেই প্রশ্ন তুলে শিলিগুড়ির রেল পুলিশের সুপারের কাছে স্মারকলিপি দিল একটি অরাজনৈতিক মঞ্চ। বৃহস্পতিবার ওই স্মারকলিপি দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন নিহত ছাত্রীর বাবাও।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০২:১১
Share: Save:

ধূপগুড়ি-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীদের একাংশ এখনও কেন গ্রেফতার হননি, সেই প্রশ্ন তুলে শিলিগুড়ির রেল পুলিশের সুপারের কাছে স্মারকলিপি দিল একটি অরাজনৈতিক মঞ্চ। বৃহস্পতিবার ওই স্মারকলিপি দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন নিহত ছাত্রীর বাবাও। তিনি জানান, কোনও দলের ব্যানারে ওই স্মারকলিপি দেওয়া হয়নি বলে তিনি সামিল হয়েছেন। সদ্য গঠিত উত্তরবঙ্গ ছাত্র-যুব ও প্রতিবাদী নাগরিক সমাজের তরফে সদস্য-সদস্যারা জানান, তাঁরা রাজ্য জুড়ে ধূপগুড়ি-কাণ্ড নিয়ে মিটিং-মিছিল করবেন।

এ দিন নিহত ছাত্রীর বাবা বলেন, “শিলিগুড়ি এসআরপি দেবাশিস সরকারের সঙ্গে দেখা করে ঘটানোর মূল চার অভিযুক্ত এখনও কেন গ্রেফতার হননি তা জানতে চেয়েছি। আমি নামগুলিও পুলিশকে বলেছি। গোবিন্দ ভৌমিক, বিজন মণ্ডল, চন্দ্রকান্ত রায় এবং তহিদুল ইসলাম বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেছিলেন অভিযুক্তদের রেয়াত করা হবে না। তার পরেও তিন দিন কেটে গেল। কোনও সুরাহা হল না। এখন এসআরপি বলছেন ৯০ দিন সময় চাই। আমি আবেদন করেছি, সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করা হোক। পুলিশ তাদের গ্রেফতার করছে না।”

এই অভিযোগের জবাব দিতে চাননি এসআরপি। তিনি বলেন, “আমরা সমস্ত দিকে নজর রাখছি। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। আমরা সময় চেয়েছি। তার মধ্যেই আশা করি মামলার সমাধান করতে পারব।”

উত্তরবঙ্গ ছাত্র-যুব ও প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে শঙ্কর ঘোষ বলেন, “আসল অপরাধীকে আড়াল করে রাখা হচ্ছে। দ্রুত সমস্ত অপরাধীকে গ্রেফতারের জন্য আর্জি জানিয়েছি।” সিপিএমের ধূপগুড়ি লোকাল কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন, “তৃণমূল নেতারা একেকজন একেক রকম মত দিচ্ছেন। এক মন্ত্রী বলছেন, খুন হয়েছেন। আরেক মন্ত্রী বলছেন, স্বাভাবিক মৃত্যু হয়নি। দলের জলপাইগুড়ি জেলা সভাপতি আত্মহত্যা বলে দাবি করেছেন। এমন নানা মত শুনছি। সে জন্য মামলা ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে সন্দেহ হচ্ছে।”

বন্যাত্রাণ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জম্মু-কাশ্মীরের দুর্গতদের সাহায্য করতে ৫১ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান সংস্থার কর্মকর্তারা। সংস্থার তরফে হরিকিসান কালানি বলেন, “সংস্থার সদস্যরা মিলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওই আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dhupguri rape case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE