Advertisement
১৯ মে ২০২৪

পাহাড়ের গণনা দার্জিলিঙেই হোক, দাবি জানাবে বিজেপি

দার্জিলিং পাহাড়ের তিন মহকুমার ভোট গণনা কেন্দ্র সরিয়ে সমতল শিলিগুড়িতে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া এ কথা জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৪ ০২:২৪
Share: Save:

দার্জিলিং পাহাড়ের তিন মহকুমার ভোট গণনা কেন্দ্র সরিয়ে সমতল শিলিগুড়িতে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া এ কথা জানিয়েছেন। দার্জিলিঙে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এতদিন তো পাহাড়ের তিন মহকুমার ভোটগণনা দার্জিলিঙেই হয়েছে। এ বারও তা-ই হওয়া উচিত। কারণ, পাহাড়ের মানুষ সেটাই চান। পাহাড়ের ভোট গণনা সমতলে হলে পক্ষপাতিত্বের আশঙ্কাও করছেন অনেকে। আমরা পাহাড়বাসীর আবেগ-অনুভূতিকে গুরুত্ব দিয়ে দার্জিলিংয়ে ভোটগণনা কেন্দ্র তৈরির জন্য নির্বাচন কমিশনকে জানাচ্ছি। আমাদের দলের কেন্দ্রীয় কমিটির নেতারা দিল্লিতে নির্বাচন কমিশনে বিষয়টি জানাবেন।”

সেই সঙ্গে বিজেপি প্রার্থী জানান, যে কারণ দেখিয়ে ভোট গণনা কেন্দ্র পাহাড় থেকে সরানো হয়েছে তা যুক্তিগ্রাহ্য নয়। প্রসঙ্গত, দার্জিলিঙের সেন্ট জোসেফ স্কুলের মাঠে এতদিন ভোটগণনা কেন্দ্র গড়া হলেও এবার স্কুল কর্তৃপক্ষ রাজি হননি বলে দার্জিলিঙের জেলাশাসক পুনীত যাদব জানিয়েছেন। এর পরেই জাতীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনার পরে ওই গণনা কেন্দ্র শিলিগুড়ি কলেজে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে প্রশাসন। কিন্তু, মোর্চা-সহ পাহাড়ের প্রায় সব রাজনৈতিক দল ওই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়। এমনকী, প্রশাসনের ডাকা সর্বদল বৈঠকে মোর্চা, জিএনএলএফ, সিপিআরএম, গোর্খা লিগ সহ অনেক দলই যোগ দেয়নি। এই প্রেক্ষাপটে বিজেপির প্রার্থী এস এস অহলুওয়ালিয়া বলেন, “একটা স্কুলে জায়গা না হলে গণনাকেন্দ্র সমতলে সরানো হবে কেন? পাহাড়ে আরও কত জায়গা আছে। স্কুল মাঠ না থাকলে খোলা জায়গায় অস্থায়ী কাঠামো গড়ে গণনা কেন্দ্র হবে। ভারতে অনেক জায়গায় তেমন হয়। তাতে খরচ বাড়তে পারে। কিন্তু, নির্বাচনে বহু টাকা খরচ হয়। সেই তুলনায় ওই খরচ টুকুও তেমন বড় ব্যাপার নয়।”

এ দিন ছিল দার্জিলিং আসনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। রাষ্ট্রীয় জন সচেতনতার পক্ষে সুনীল পন্ডিত, আমরা বাঙালির পক্ষ থেকে নিরঞ্জন সাহা ও বহুজন মুক্তি পার্টির পক্ষে ললিত সিংহ মনোনয়ন পত্র পেশ করেছেন। নির্দল হিসেবে মনোনয়ন পেশ করেছেন রবীন্দ্র রায়।

এ দিকে, মোর্চা জানিয়েছে, তাদের সমর্থিত বিজেপি প্রার্থীর সমর্থনে আগামী ৩০ এপ্রিল শিলিগুড়ির কাছে সুকনায় বড় মাপের নির্বাচনী সমাবেশ হবে। মোর্চার তরফে জানানো হয়েছে, ওই সভায় বিমল গুরুঙ্গ থাকবেন। অন্যদিকে, সিপিএমের পক্ষ থেকেও পাহাড়ে টানা প্রচারের কর্মসূচি চলছে। ১ এপ্রিল দার্জিলিঙে রোড শো ও পরে কালিম্পং, কার্শিয়াঙে জনসভার প্রস্তুতি নিচ্ছেন সিপিএম প্রার্থী সমন পাঠক। ১২ এপ্রিল দার্জিলিঙে সিপিএমের নির্বাচনী সভায় যোগ দেবেন দলের পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

darjeling bjp election counting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE