Advertisement
১৬ জুন ২০২৪

বাগান খোলায় খুশির হাওয়া রায়পুরে

খুলল রায়পুর চা বাগান। বৃহস্পতিবার সকাল থেকে বাগানে পাতা তোলার কাজও হয়েছে। ৯ মাস বন্ধ থাকার পরে এ দিন বাগান খোলার ঘোষণার পরে, প্রথম দিনেই ৩ হাজার কেজি চা পাতা তোলা হয়েছে।

ন’মাস ধরে বন্ধ থাকার পরে খুলে গেল রায়পুর চা বাগান। বৃহস্পতিবার বাগানের ছবিটি তুলেছেন সন্দীপ পাল।

ন’মাস ধরে বন্ধ থাকার পরে খুলে গেল রায়পুর চা বাগান। বৃহস্পতিবার বাগানের ছবিটি তুলেছেন সন্দীপ পাল।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৪ ০২:০৪
Share: Save:

খুলল রায়পুর চা বাগান। বৃহস্পতিবার সকাল থেকে বাগানে পাতা তোলার কাজও হয়েছে। ৯ মাস বন্ধ থাকার পরে এ দিন বাগান খোলার ঘোষণার পরে, প্রথম দিনেই ৩ হাজার কেজি চা পাতা তোলা হয়েছে। বাগান বন্ধ থাকার সময়েও শ্রমিকরা বিক্ষিপ্ত ভাবে পাতা তুলে বিক্রি করে, নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিতেন। এ দিন অবশ্য বাগান জুড়েই পাতা তোলা হয়েছে। তবে আপাতত পাতা বিক্রি না করে নয়া মালিকের নির্দেশের অপেক্ষায় কাঁচা পাতা রেখে দেওয়া হয়েছে।

গত বুধবারই বাগানের মালিকানা বদলের কথা জানানো হয়েছিল। এ দিন, সকাল ৯টা নাগাদ চা বাগানে আসেন সদ্য প্রাক্তন মালিক দেবু সাহা ও বর্তমান বাগান মালিকের প্রতিনিধি গুরুশঙ্কর। শ্রমিকদের ডেকে তাঁরা বাগান খোলার কথা ঘোষণা করেন। তার পর থেকে বাগানে পাতা তোলার কাজ শুরু হয়। পাতা তুলে ওজন মাপানোর জন্য বন্ধ কারখানার সামনে মহিলা শ্রমিকদের লাইনও দেখা যায়। বাগান খুললেও, মালিকানা ও লিজ নিয়ে আইনি জটিলতা রয়েই গিয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি নথিতে এখনও পুরোনো মালিকের নামেই রায়পুর চা বাগান চলছে। চা বাগানের লিজের মেয়দও বছর খানেক আগে ফুরিয়ে গিয়েছে। লিজ নবীকরণ এ মালিকানা হাতবদলের আইনত বৈধতা না থাকলে পরবর্তীতে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা। গত বুধবার তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সহ বাগানের শ্রমিক সংগঠনের সদস্যরা জেলাশাসকের সঙ্গে দেখা করতে দুই মালিককে নিয়ে যান। বৈঠকের পরে তৃণমূলের তরফে বাগান খোলার কথা ঘোষণা করা হয়েছিল।

এ দিন দুপুরে বাগানে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। রায়পুর বাগান আদৌও খুলেছে কিনা তা নিয়েই সংশয় প্রকাশ করে ‘চক্রান্তের’ অভিযোগ তুলেছেন তিনি। বন্ধ রায়পুরে শ্রমিক মৃত্যুর অভিযোগ ওঠায় ডান-বাম সব দলের তরফেই পরিদর্শন শুরু হয়। বিজেপির দল ফিরে যাওয়ার পরে ফের বাগান বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করে রাহুলবাবু বলেন, “চা বাগান খুলে গিয়েছে বলে প্রচার চলছে। বাগানটি নিয়ে চক্রান্ত চলছে।” এ দিন বিজেপির পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী বাগান শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়। তবে চা বাগান নিয়ে পাল্টা কেন্দ্রের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভাপতি সৌরভবাবু। তিনি বলেন, “চা বাগান নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে, রাহুলবাবুরা তা নিয়ে কেন কথা বলছেন না? এ দিন বাগানের শ্রমিকরা ঢোল-মাদল নিয়ে নতুন মালিকদের স্বাগত জানান। তার পরেও কেউ যদি চক্রান্তের কথা বলে দেন, তবে চা শ্রমিকদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে সংশয় রয়েছে।”

রায়পুর বাগানে রেশনের চাল-গমের বরাদ্দ নিয়ে দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিও জানান বিজেপির রাজ্য সভাপতি। বন্ধ বাগানে তিন মাস বিশেষ জিআর হিসেবে বরাদ্দ ১২ কেজি করে চাল দেওয়া হয়নি বলে রাহুলবাবু অভিযোগ করেন। তাঁর কথায়, “বাগান শ্রমিকদের রেশন নিয়ে দুর্নীতির কারণে অর্ধাহার অনাহার ছড়িয়ে পড়ে। সে কারণেই বাগানে মৃত্যু হয়। সরকারের যথাযথ তদন্ত করে দেখা উচিত। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।” বাগানের গুদাম লাইনে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে অভাব অভিযোগের কথা শোনেন তাঁরা। চা বাগানের মহিলারা জানান, চা বাগানে তাদের খাওয়া জুটছে না, অথচ অত্যাধিক বিদ্যুত্‌ বিল আসছে।” বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে জানাবেন বলে রাহুলবাবু আশ্বাস দিয়েছেন। বন্ধ রেড ব্যাঙ্কে চা বাগান খোলা নিয়েও আলোচনা চলছে বলে তৃণমূল জেলা সভাপতি এ দিন জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raipurteagarden opening joyousstate jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE