Advertisement
E-Paper

লোডশেডিংয়ের দুর্ভোগ বাড়ল ঝড়ে

গরমের দুর্ভোগ বাড়িয়ে তুলেছিল লোডশেডিং। এই বার নেইমারের জোড়া গোল দেখায় বাধ সাধল লোডশেডিং। আলিপুরদুয়ার থেকে বালুরঘাট, জলপাইগুড়ি থেকে উত্তর দিনাজপুরের মানুষ বৃহস্পতিবার লোডশেডিংয়ে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার দেখতে পেলেন না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০১৪ ০২:৫৭
ঝড়ের তাণ্ডব। নিজস্ব চিত্র।

ঝড়ের তাণ্ডব। নিজস্ব চিত্র।

গরমের দুর্ভোগ বাড়িয়ে তুলেছিল লোডশেডিং। এই বার নেইমারের জোড়া গোল দেখায় বাধ সাধল লোডশেডিং। আলিপুরদুয়ার থেকে বালুরঘাট, জলপাইগুড়ি থেকে উত্তর দিনাজপুরের মানুষ বৃহস্পতিবার লোডশেডিংয়ে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার দেখতে পেলেন না। শুক্রবার সকালে পুনর্সম্প্রচার দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের। কিছু এলাকায় এ দিন সকালেও লোডশেডিং থাকায় বাসিন্দারা সে সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ।

রাতের বেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু হতেই জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া, সেনপাড়া, রেস কোর্স পাড়া, সমাজপাড়া, কদমতলা সহ বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানের পরে ভারতীয় সময়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রাত দেড়টায়। তার আগেই ঝোড়ো হাওয়া-বৃষ্টি থেমে গেলেও, বিদ্যুৎ না আসায় খেলা দেখতে পাননি শহরবাসী। রাত তিনটের সময় যখন বিদ্যুৎ আসে, তখন খেলা শেষের আর কয়েক মুহূর্ত বাকি। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে জানা গিয়েছে, শহরের শান্তিপাড়া ও অরবিন্দ অঞ্চলের কয়েকটি এলাকা ছাড়া সর্বত্রই লোডশেডিং ছিল। সংস্থার জলপাইগুড়ির বিভাগীয় আধিকারিক গোবিন্দ তালুকদার বলেন, “রাতে ঝড়বৃষ্টি, বজ্রপাতে ওভারহেড লাইনে সমস্যা দেখা দেওয়ায়, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। রাতেই মেরামতি শেষ করে সরবরাহ স্বাভাবিক করা হয়।”

বিদ্যুতের জোগানে ঘাটতি থাকায় গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ জুড়েই লোডশেডিং চলছে বলে অভিযোগ। শিলিগুড়ি হোক বা ইসলামপুর সর্বত্রই কয়েক দফায় লোডশেডিং চলতে থাকে প্রতিদিনই। যদিও বাসিন্দাদের একাংশের আশা ছিল, গভীর রাতে বিশ্বকাপের ম্যাচ শুরু হওয়ার সময়ে লোডশেডিং থাকবে না। আলিপুরদুয়ার বা বালুরঘাটের বাসিন্দাদের সে আশা পূরণ হয়নি। বৃহস্পতিবার রাত ন’টা থেকে দু’টো পর্যন্ত টানা লোডশেডিং চলে আলিপুরদুয়ার জংশনে। দমনপুর সহ বির্স্তীণ এলাকায়ও লোডশেডিং ছিল। যার জেরে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা সম্ভব হয়নি। দমনপুরের বাসিন্দা তুষার চক্রবর্তী বলেন, “বিশ্বকাপের উদ্বোধন সরাসরি দেখার জন্য মুখিয়ে ছিলাম। লোডশেডিংয়ের জেরে তা আর দেখা হল না। বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে ফোন করেও কোনও সদুত্তর পাইনি।” আলিপুরদুয়ারে ডিভিশনাল ম্যানেজার দীপঙ্কর দাস বলেন, “আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়া সাবস্টেশনে একটি মেশিনে রাত নটা নাগাদা আগুন ধরে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট হয়।” শুক্রবার সকালেও দু’ঘণ্টা লোডশেডিং করে মেরামতির বাকি কাজ করা হয় বলে জানা গিয়েছে। লোডশেডিংয়ের জেরে দক্ষিণ দিনাজপুরের তপন, হরিরামপুর ও কুমারগঞ্জ ব্লকের বেশ কিছু এলাকায় লোডশেডিং এবং কম ভোল্টেজের জেরে খেলা দেখতে না পেরে বাসিন্দাদের ক্ষোভ ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে বালুরঘাটে নানা এলাকায় লোডশেডিং হয়েছে বলে অভিযোগ। বিদ্যুৎ বণ্টন কোম্পানির জেলা ম্যানেজার সুজিত সাহা বলেন, “লাইন মেরামতি ও বিদ্যুতের নতুন স্তম্ভ বসানোর কাজ চলায় লোডশেডিং করতে হয়েছে। রাতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।” বিদ্যুৎ দফতর সূত্রের খবর, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘুরিয়ে ফিরিয়ে লোডশেডিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে।

লোডশেডিংয়ে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ দেখতে না পেরে যারপরনাই বিরক্ত উত্তরের ক্রীড়াপ্রেমীরা। জলপাইগুড়ির প্রাক্তন ফুটবলার বুড়া দে, বাপ্পা চক্রবর্তীরা বলেন, “একে বিশ্বকাপ, তায় উদ্বোধনী ম্যাচ লোডশেডিংয়ের জন্য দেখতে পারলাম না। এর থেকে বিরক্তিকর কিছু হতে পারে!” ইসলামপুরে রাত দুটোর পর লোডশেডিং হয়। ফলে দ্বিতায় অর্ধের খেলা দেখার সুযোগ পাননি সেখানকার বাসিন্দারা।

ঝড়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয় ডুয়ার্সের ফালকাটাতে। রাত সাড়ে এগারোটা থেকে ভোর রাত পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ক্রীড়াপ্রেমীরা সে কারণে বিক্ষোভ দেখান।

loadshedding rain uttarbanga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy