Advertisement
০৮ মে ২০২৪

শৌচাগার নিয়ে গণ্ডগোল, গুলি

রাস্তার উপর থেকে শৌচাগার সরানোকে কেন্দ্র করে এক কংগ্রেস সমর্থককে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। গুলিবিদ্ধ ওই কংগ্রেস সমর্থককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার সকাল ১০টা নাগাদ মানিকচক থানার গোপালপুরে শান্তিপুর মোড়ে এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৪ ০২:২১
Share: Save:

রাস্তার উপর থেকে শৌচাগার সরানোকে কেন্দ্র করে এক কংগ্রেস সমর্থককে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। গুলিবিদ্ধ ওই কংগ্রেস সমর্থককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার সকাল ১০টা নাগাদ মানিকচক থানার গোপালপুরে শান্তিপুর মোড়ে এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। মানিচকচক ব্লক কংগ্রেস সভাপতি অভিজিৎ মিশ্রের অভিযোগ, “তৃণমূলের লোকেরা আমাদের এক সমর্থকের বাড়ির শৌচাগার ভাঙতে যায়। আমাদের দলের সমর্থক সেলিম শেখ বাধা দিতে গিয়েছিলেন। সেই সময় তৃণমূলের রিপন শেখ তাঁকে গুলি করে।”

তৃণমূলের মানিকচকের বিধায়ক তথা মন্ত্রী সাবিত্রী মিত্র অবশ্য ঘটনার সঙ্গে রাজনীতির যোগাযোগ নেই বলে দাবি করেন। তিনি বলেন, “রাস্তার উপর বেআইনি শৌচাগার ভাঙা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে গোলমাল হয়। প্রথমে কংগ্রেসের সেলিম শেখই রিপনকে লক্ষ্য করে গুলি চালায়। তবে রিপন তৃণমূল সমর্থক হলেও ঘটনার সঙ্গে দলের যোগ নেই। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।” জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর মোড়ের কাছে কংগ্রেস সমর্থক সায়েদ আলি রাস্তার জমি দখল করে দু’বছর আগে শৌচাগার তৈরি করেছেন বলে অভিযোগ। সম্প্রতি রাস্তায় মাটি ফেলার কাজ শুরু হয়েছে। এদিন সকালে মাটি ফেলার জন্য শৌচাগারটি ভাঙতে গেলে সায়েদ আলি বাধা দেন। তাঁর হয়ে দাঁড়ান সেলিম শেখ। এর পরেই গুলি চলে বলে অভিযোগ।

গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ত়ৃণমূল প্রধান সামায়ুন হক বলেন, “পঞ্চায়েত থেকে সায়েদ আলিকে বহুবার শৌচাগার সরাতে বলা হয়েছিল। তিনি কথা শুনছিলেন না।” তবে সায়েদ আলির দাবি, তিনি বর্ষার পরে শৌচাগার সরাবেন বলেছিলেন। তিনি বলেন, “আমার কথা শোনা হয়নি। তাই ভাঙার চেষ্টা করলে সেলিম বাধা দেয়। তখন গুলি চালানো হয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lavatory problem malda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE