Advertisement
১৮ মে ২০২৪
সামনে চার পুরসভার ভোট

সিপিএমকে ছাড়াই প্রস্তুতি শুরু ফব-র

আগামী বছর কোচবিহারের চার পুরসভার নির্বাচনকে মাথায় রেখে সিপিএমকে ছাড়াই প্রস্তুতি শুরু করছে ফরওয়ার্ড ব্লক। আজ শনিবার কোচবিহার ছাড়াও জেলার দিনহাটা, তুফানগঞ্জ ও মাথাভাঙা পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে কর্মী কনভেনশনের আয়োজন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ০২:৩৭
Share: Save:

আগামী বছর কোচবিহারের চার পুরসভার নির্বাচনকে মাথায় রেখে সিপিএমকে ছাড়াই প্রস্তুতি শুরু করছে ফরওয়ার্ড ব্লক।

আজ শনিবার কোচবিহার ছাড়াও জেলার দিনহাটা, তুফানগঞ্জ ও মাথাভাঙা পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে কর্মী কনভেনশনের আয়োজন করা হয়েছে। কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে ওই জেলা কর্মী কনভেনশন হবে। ফরওয়ার্ড ব্লক সূত্রের খবর, চারটি পুরসভার মধ্যে দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান রয়েছেন। মাথাভাঙা ও তুফানগঞ্জে চেয়ারম্যান পদ সিপিএমের দখলে রয়েছে। কোচবিহার পুরসভায় ক্ষমতাসীন তৃণমূল। সব ক’টি পুরসভার নির্বাচন ২০১৫ সালে হওয়ার কথা।

ওই চার পুরসভার নির্বাচন নিয়ে আগেভাগেই কোমর বেঁধে নামতে চাইছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। দল কিংবা বামেদের দখলে থাকা পুরসভাগুলিতে কী কী সমস্যা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ রয়েছে, উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে কোনগুলি মানুষের মধ্যে সাড়া ফেলেছে, আগামী পুরসভা ভোটে প্রার্থী হিসাবে মানুষ কাদের চাইছেন কিংবা কাউন্সিলরদের কারও ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে কি না, সেসব বিষয়ে ওই কনভেনশন ডাকা হয়েছে। এলাকা ভিত্তিক ভাবে কর্মীদের মতামত জানার চেষ্টা করবেন দলের নেতারা। তার ভিত্তিতেই খসড়া আসন সংরক্ষণ তালিকা হাতে পাওয়ার পর প্রচারের চূড়ান্ত রূপরেখা থেকে প্রার্থী চয়নের প্রক্রিয়া শুরু হবে। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ অবশ্য বলেন, “শুধু পুরসভা নির্বাচন বলে নয়, রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ওই কর্মী কনভেনশন ডাকা হয়েছে। এটা পুরোপুরি দলীয় কর্মসূচি। সময় মতো সিপিএমও নিশ্চয়ই নামবে। যৌথ ভাবেও কর্মসূচি নেওয়া হবে।”

ফরওয়ার্ড ব্লক সূত্রেই জানা গিয়েছে, কনভেনশনে উত্তরবঙ্গে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি, পঞ্চায়েতে অনাস্থা সংক্রান্ত নতুন বিল, রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগের মতো নানা বিষয়ও আলোচ্য সূচিতে থাকছে। তবে পুরসভার বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। কর্মীরা যাতে এলাকায় তাঁদের দখলে থাকা পুরসভার সাফল্যের পাশাপাশি বিরোধী দলের দখলে থাকা পুরসভার ব্যর্থতা, স্বজনপোষণের মতো অভিযোগে ‘জনমত’ জোরাল করতে পারেন, সে জন্যই সময় হাতে নিয়ে সাংগঠনিক ভিত চাঙ্গা করে এগোতে চাইছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

ফরওয়ার্ড ব্লকের এক নেতার কথায়, গত পুরসভা ভোটে সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ বেশি ছিল। তৃণমূলের পালে ততটাই বেশি হাওয়া ছিল। তারপরেও শরিকি রাজনীতির বাধ্যবাধকতায় রাজ্য সরকারের অনেক কাজকর্ম নিয়ে সরব হওয়া যায়নি। এবার সেই সমস্যা নেই। তার উপর তৃণমূল সরকারের নানা কাজে মানুষের মোহ ভাঙতে শুরু করেছে। তাই আগেভাগে নিজেদের তৈরি করতে চাইছেন তাঁরা।

রাজনৈতিক মহলের ব্যাখা, সম্প্রতি কোচবিহারে বামফ্রন্টগত ভাবে ডাকা অবস্থান বিক্ষোভের মঞ্চে রাজ্যে ৩৫৬ ধারা জারির ইস্যুতে সিপিএম ও ফরওয়ার্ড ব্লক নেতাদের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। তাতে তৃণমূল বিরোধিতাতেও শরিকি ঐক্যের ভিত কতটা মজবুত, সে ব্যাপারে প্রশ্ন উঠেছে। তার রেশ কাটতে না কাটতে ফের কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের এক কর্মী কনভেনশন ঘিরে তাই জল্পনা বাড়ছে। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মহানন্দ সাহা বলেন, “২৩ নভেম্বর সুকান্ত মঞ্চে কোচবিহার শহর জোনাল সম্মেলন হবে। সেখানে কোচবিহার পুরসভার নির্বাচন নিয়ে দলীয় আলোচনা হবে। ফরওয়ার্ড ব্লকও সেরকম দলীয় কর্মসূচি নিতেই পারে।” তিনি বলেন, “রাসমেলার পরে বামফ্রন্টগত ভাবে চার পুরসভা নিয়ে যৌথ কর্মসূচি নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

municipal vote cooch behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE