Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পঞ্চায়েতের কাজ দেখতে কমিটি গড়ার নির্দেশ পার্থের

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোন স্তরে কী কাজ হচ্ছে, তা খতিয়ে দেখতে পুরুলিয়া জেলা নেতৃত্বকে মনিটরিং সেল খোলার নির্দেশ দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০১:১৫
Share: Save:

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোন স্তরে কী কাজ হচ্ছে, তা খতিয়ে দেখতে পুরুলিয়া জেলা নেতৃত্বকে মনিটরিং সেল খোলার নির্দেশ দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

বছর দেড়েক পরেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে দলের বিভিন্ন ব্লক থেকে নিচুতলায় ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে অসন্তোষের খবর পৌঁছেছে রাজ্য নেতৃত্বের কাছেও। তাই রবিবার পুরুলিয়া ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মশালার মঞ্চ থেকে পার্থবাবু জেলা নেতৃত্বকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘মনিটরিং সেল খুলুন। জেলা, ব্লক বা পঞ্চায়েত স্তরে কোন কাজ হল, না হল, তা দেখভাল করতে পারবেন।’’ এই কর্মশালায় দলের গ্রাম পঞ্চায়েত থেকে বিধানসভার নির্বাচিত প্রতিনিধি ও বুথস্তরের সভাপতিরা যোগ দিয়েছিলেন।

অসন্তোষের তাপ কমানোর চেষ্টাও চলে এই কর্মশালায়। দলের জেলা কার্যকরী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নিজেদের মধ্যে মনোমালিন্য রাখা যাবে না। যাঁরা ক্ষমতায় আছেন, আর যাঁরা ক্ষমতায় নেই, সকলকেই বসে দূরত্ব মিটিয়ে নিতে হবে।’’

এরপরেই তিনি প্রস্তাব দেন, কী ভাবে জেলা চলছে তা খতিয়ে দেখতে জেলা থেকে মনিটরিং কমিটি খোলা হোক। সুজয়বাবুর এই কথায় হাততালিও পড়ে। দলের মহাসচিব এই প্রস্তাবে শীলমোহর লাগানোয় খুশি নিচুতলার কর্মীরা।

বস্তুত পুরুলিয়ায় পঞ্চায়েতের তিনটি স্তরেই গোষ্ঠীদ্বন্দ্ব কী পর্যায়ে পৌঁছেছে তা সবার জানা। পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে সমিতিতে বারবার অনাস্থা এসেছে। জেলা পরিষদেও এক কর্মাধ্যক্ষকে সরতে হয়েছে অনাস্থায়। প্রতিটি ক্ষেত্রেই সামনে এসেছে দলের দ্বন্দ্ব।

সর্বোপরি জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর বিরুদ্ধে বারবার তাঁর দলেরই জেলা পরিষদ সদস্যেরা স্বেচ্ছাচারীর অভিযোগ তুলেছেন। তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ সামলাতে নামতে হয়েছে রাজ্য শীর্ষ নেতৃত্বকেও।

সভাধিপতি এ দিন মঞ্চে বলেন, ‘‘পার্থদার সঙ্গে যখন সার্কিট হাউসে দেখা হল, তিনি আমার কাছে জানতে চাইলেন সৃষ্টি পার্টি কেমন চলছে? আমি বলি মোটামুটি চলছে দাদা। পার্থদা আমার উত্তর শুনে বলেছেন, ঠিক চলছে না। তার মানে খবর আছে।’’ কর্মীদের উদ্দেশ্যে তাঁর সতর্কতা, ‘‘আমরা পার্সেন্টেজ খাই না। প্রয়োজন পড়ে না। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে বহু মানুষ খুশি। সেই শুভানুধ্যায়ীরাই দলের কর্মসূচিতে টাকা দেন। সবাইকে বলছি কাজ করুন। বিনা পয়সায় কাজ করতে বলছি না। পার্টিটাকে ঘাটে
তুলবেন না।

বিভিন্ন বক্তা কার্যত পাখি-পড়া করানোর মতো বলে গিয়েছেন, ‘‘সিপিএমের ৩৪ বছরে মানুষ কী পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাড়ে পাঁচ বছরে মানুষ কী পেয়েছেন, তা প্রচার করতে হবে।’’ দলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো কর্মীদের তৃণমূল সরকারের নানা কাজ, বিশেষত জেলার প্রেক্ষিতে যে সমস্ত কাজ হয়েছে তা তুলে ধরতে নির্দেশ দেন।

দলের মহাসচিব মনে করিয়ে দেন, ‘‘নোট বাতিলকে কেন্দ্র করে দেশের বর্তমান অর্থনৈতিক টালমাটালে সাধারণ খেটে খাওয়া মানুষ কতটা সঙ্কটে পড়েছে তা তুলে ধরতে হবে। তাই তিনি কর্মীদের পথে নামতে নির্দেশ দিয়েছেন।’’

দলের জেলা থেকে ব্লক কমিটি বহু দিন বাতিল হয়ে গিয়েছে। কিন্তু কমিটি গঠন আর হয়নি। এ দিন পার্থবাবু মঞ্চ থেকে দলের জেলা সভাপতিকে নির্দেশ দেন, সাতদিনের মধ্যে জেলা ও ব্লকের নতুন কমিটি গঠন করতে হবে। সভাপতি জানান, তাড়াতাড়িই কমিটি গঠন করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee panchayat works committee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE