Advertisement
১৮ মে ২০২৪

বিধি-জটেই পিছিয়ে গেল উপাচার্য বাছাই

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মাথার খোঁজ হোঁচট খাচ্ছে বারবার! এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে স্থায়ী উপাচার্য নেই দীর্ঘদিন। ওই পদে স্থায়ী নিয়োগের জন্য সার্চ কমিটি কাজ শুরু করেছে। কিন্তু স্থায়ী উপাচার্য নিয়োগের সেই প্রক্রিয়া ফের পিছিয়ে গেল স্রেফ নিয়মবিধির গেরোয়।

মধুমিতা দত্ত
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:২৪
Share: Save:

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মাথার খোঁজ হোঁচট খাচ্ছে বারবার! এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে স্থায়ী উপাচার্য নেই দীর্ঘদিন। ওই পদে স্থায়ী নিয়োগের জন্য সার্চ কমিটি কাজ শুরু করেছে। কিন্তু স্থায়ী উপাচার্য নিয়োগের সেই প্রক্রিয়া ফের পিছিয়ে গেল স্রেফ নিয়মবিধির গেরোয়।

নিয়ম অনুযায়ী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য মনোনয়ন প্রক্রিয়ায় মূল প্রশাসনিক কাজের দায়িত্ব থাকে স‌ংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের উপরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পূর্বতন অস্থায়ী রেজিস্ট্রার সোমা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ গত ৭ মার্চ শেষ হয়েছে। বিকাশ ভবন সূত্রের খবর, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সোমাদেবীর নেতৃত্বে উপাচার্য নিয়োগের সার্চ কমিটির বৈঠক হয়েছিল ৮ মার্চ। উচ্চশিক্ষা দফতর সেই বৈঠককে মান্যতা দেয়নি। কারণ মেয়াদ ফুরোনো রেজিস্ট্রারের ডাকা বৈঠকের কোনও বৈধতাই নেই। তাই নতুন করে বৈঠক ডাকতে হবে।

২০১৫-র সেপ্টেম্বরে তৎকালীন রেজিস্ট্রার বাসব চৌধুরী বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হয়ে চলে যান। তার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দির শিক্ষিকা সোমাদেবীকে রেজিস্ট্রার-পদে আনা হয় অস্থায়ী ভাবে। প্রথমে ওই পদে তাঁর মেয়াদ ছিল ছ’মাস। পরে দু’বার তা বাড়ানো হয়। কিন্তু আর সেই মেয়াদ বাড়াননি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রেজিস্ট্রার-পদে সোমাদেবীর মেয়াদ যে আর বাড়ছে না, ৮ মার্চ (সার্চ কমিটির বৈঠকের দিন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সেই খবর পৌঁছয়নি বলেই জানিয়েছিলেন অস্থায়ী উপাচার্য আশুতোষ ঘোষ।

কয়েক বছর ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন অস্থায়ী উপাচার্যেরা। স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়া হয় গত ডিসেম্বরে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান বেদ প্রকাশের নেতৃত্বে সেই কমিটিতে আছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার এবং ইন্ডিয়ান অ্যাসোসিশেন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের অধিকর্তা শান্তনু ভট্টাচার্য। শিক্ষা শিবির সূত্রের খবর, সার্চ কমিটির প্রথম বৈঠকে বেদ প্রকাশ উপাচার্য নিয়োগের বিষয়টি খুব বেশি প্রচারিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার পরের বৈঠকটাই ছিল ৮ মার্চ। কিন্তু সেই বৈঠকও বাতিল হয়ে যায়। তাই নতুন করে আবার আলোচনায় বসবে সার্চ কমিটি। শিক্ষা মহলের অভিযোগ, এই ভাবে স্থায়ী উপাচার্য খোঁজার প্রক্রিয়ায় অযথা দেরি হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vice chancellor Rules
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE