Advertisement
১৭ মে ২০২৪

আইআইটি-র সমাবর্তনে রাষ্ট্রপতি

বুধবার আইআইটি-র পক্ষ থেকে এক প্রেস বিবৃতি দিয়ে এমনই দাবি করা হয়েছে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০০:৩৮
Share: Save:

আইআইটি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২০ জুলাই খড়্গপুর আইআইটির ৬৪তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে আইআইটি-র ‘টেগোর ওপেন এয়ার থিয়েটারে’। বুধবার আইআইটি-র পক্ষ থেকে এক প্রেস বিবৃতি দিয়ে এমনই দাবি করা হয়েছে। আইআইটি-র দাবি, ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে আইআইটি-র সমাবর্তনে রাষ্ট্রপতির আসার খবর নিশ্চিত করা হয়েছে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় আইআইটি। ১৯৫৬ সাল হয় প্রথম সমাবর্তন। ওই বছর ২১ এপ্রিল সমাবর্তনে এসেছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। পরে রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন, ইন্দিরা গাঁধী, শঙ্করদয়াল শর্মা, মনমোহন সিংহ, প্রণব মুখোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তি এসেছেন আইআইটি-তে। বর্তমানে আইআইটিতে প্রায় ১২হাজার পড়ুয়া পড়াশোনা করেন।

এ বার স্নাতক, স্নাতকোত্তর ও গবেষক পড়ুয়া মিলিয়ে মোট ২ হাজার ৪০০ জন অন্তিম বর্ষের উত্তীর্ণ পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেবেন খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE