জেলের মধ্যে সংশোধনের নানান প্রক্রিয়া চালু করার ঘটনা নতুন কিছু নয়। নতুন নয় জেলে বসে পড়াশোনা করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করাও। কিন্তু তাতে কি জেলের মধ্যেকার নিরক্ষতার অন্ধকার ঘুচছে। জোরদার হচ্ছে এই প্রশ্ন।
রাজ্যের কারা দফতরের তথ্যই বলছে, জেলের অন্তত ৪৩ শতাংশ বন্দি নিরক্ষর। তাই এ বার ১০০ শতাংশ বন্দিকেই সাক্ষর করে তোলার কাজে নামল রাজ্য সরকার। এই প্রকল্পে সরকারের সঙ্গে সহযোগিতা করছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। কম্পিউটারের মাধ্যমে বন্দিদের মধ্যে সাক্ষর করে তোলার ওই প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট সন্দীপন’।
কারা দফতর সূত্রের খবর, সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এ রাজ্যে মোট বন্দির ৪৩ শতাংশের কোনও প্রথাগত শিক্ষা নেই। সংখ্যার হিসেবে যা ৯২২৩। এমনকী ওই সব বন্দির অক্ষরজ্ঞানটুকুও নেই। সমীক্ষার এই ফল দেখে চোখ কপালে ওঠে কারা দফতরের কর্তাদের। তার পরেই জেলে সাক্ষরতা প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই সঙ্গেই সিদ্ধান্ত হয়েছে, এই প্রকল্প চালানো হবে কম্পিউটারের মাধ্যমে। প্রাথমিক ভাবে ‘প্রজেক্ট সন্দীপন’-এর প্রথম পদক্ষেপ হিসেবে বন্দিদের শেখানোর জন্য কারাকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে টিসিএস। কারাকর্মীরা এ বার বন্দিদের প্রশিক্ষণ দেবেন। গত সরস্বতী পুজোর দিন কলকাতার আলিপুর জেলে এই সাক্ষরতা অভিযানের সূচনা করেন রাজ্যের কারামন্ত্রী অবনী জোয়ারদার।