Advertisement
E-Paper

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু

ছাড়পত্র মিলেছে। এখন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষার সুযোগ মিলবে। এই রাজ্যে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি অনুমোদন পেয়েছে, তার মধ্যে অন্যতম টেকনো ইন্ডিয়া, জেআইএস, সিকম স্কিলস, অ্যাডামাস, অ্যামিটি, নেওটিয়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০০:৫৪

ছাড়পত্র মিলেছে। এখন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষার সুযোগ মিলবে। এই রাজ্যে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি অনুমোদন পেয়েছে, তার মধ্যে অন্যতম টেকনো ইন্ডিয়া, জেআইএস, সিকম স্কিলস, অ্যাডামাস, অ্যামিটি, নেওটিয়া।

টেকনো ইন্ডিয়া: বি টেক, এম টেক , বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ, বিএসসি, এমএসসি, এলএলবি, এমবিবিএস, এমএস, এমডি, বিডিএস, এমডিএস, বিএড, এমএড, বিএসসি নার্সিং, পিএইচডি কোর্স করতে পারবেন ছাত্রছাত্রীরা। দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে ছয় বছরের ইন্টিগ্রেটেড কোর্স করা যায়। দ্বাদশ শ্রেিণ সম্পূর্ণ করে চার বছরের বিটেক কোর্স করা যাবে। বিশদ জানা যাবে www.technoindiauniversity.ac.in ওয়েবসাইটে।

জেআইএস: ১০+২ ক্লাসের পর পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, অঙ্ক, রাশিবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ভূগোল ও ভূতত্ত্ববিদ্যা নিয়ে ইন্টিগ্রেটেড বিএসসি ও এমএসসি করা যাবে। স্নাতকোত্তরের পরে পিএইচডি করার সুযোগ। রয়েছে এলএলবি, ডিজিটাল ফিল্ম মেকিং অ্যান্ড ভিস্যুয়াল এফেক্টস, অ্যানিমেশন অ্যান্ড ভিস্যুয়াল এফেক্টস পড়ানোর ব্যবস্থা। দ্বাদশ শ্রেণির পরে রয়েছে ইন্টিগ্রেটে়ড বিবিএ-এমবিএ ও বিকম-এমবিএ কোর্স। আলাদা ভাবে প্রতিটি কোর্স করা যায়। রয়েছে হিউম্যান রিসোর্স, মার্কেটিং ও ফিনান্সে পিএইচডির সুযোগ। বিস্তারিত জানতে নজর রাখুন www.jisuniversity.ac.in ওয়েবসাইটে।

সিকম স্কিলস: মেকানিকাল, সিভিল, ইলেকট্রিকাল,কম্পিউটার সায়েন্সে চার বছরের বিটেক কোর্স করানো হয়। রয়েছে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড বিটেক ও এমটেকের সুযোগ। মেকানিকাল, সিভিল ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা করানো হয়। ছয় বছরের জন্য ইন্টিগ্রেটেড ডিপ্লোমা এবং বিটেকও পড়ানো হয়। কলাবিভাগে বাংলা, ইংরেজি, ইতিহাস ও ভূগোলে স্নাতক, স্নাতকোত্তর, বিএ ফাইন আর্টস, বি মিউজিক পড়ার সুযোগ রয়েছে। অঙ্ক, পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, সিস্টেম বায়োলজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করা যায়। কলা ও বিজ্ঞানে পিএইচডি করা যেতে পারে। বিশদ জানা যাবে www.seacomskilluniversity.org ওয়েবসাইটে।

অ্যামিটি: অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, রাশিবিজ্ঞান, অর্থনীতি নিয়ে বিএসসি ও এমএসসি করা যায়। ছাত্রছাত্রীরা চাইলে বায়োটেকনোলজিতে বিএসসি কিংবা বিটেক করতে পারবে। রয়েছে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতক ও স্নাতকোত্তর করার সুযোগ। এছাড়াও ইংরেজি, ফাইন আর্টস, এলএলবি, মনস্তত্ত্ববিদ্যা, ট্রাভেল ও ট্যুরিজম, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন টেকনোলজি, হোটেল ম্যানেজমেন্ট, বিবিএ, এমবিএ সমাজবিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ রয়েছে। ইমেল করুন admissions@kol.amity.edu

অ্যাডামাস: রাইস গ্রুপের এই বিশ্ববিদ্যালয়ে বিএ, এমএ, বিএসসি, এমএসসি-র পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ও অাইন নিয়ে পড়ার সুযোগ রয়েছে। যোগাযোগ করুন adamasuniversity.ac.in ওয়েবসাইটে।

Private University West Bengal Techno India Adamas University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy