Advertisement
২১ মে ২০২৪

ঝুঁকির যাত্রা নয় কেন, বোঝাতে এ বার শিবির

আগের দিন স্কুল পড়ুয়াদের দেওয়া হয়েছিল পথ চলার পাঠ। মঙ্গলবার পুরুলিয়ার মফস্সল থানার উদ্যোগে একটি মানবাধিকার সংগঠন, পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে হুটমুড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। উদ্দেশ্য— ঝুঁকির যাত্রা নিয়ে লাগাতার প্রচার চালিয়ে, জনমানসে সচেতনতা তৈরি করে পথ দুর্ঘটনায় রাশ টানা।

রাতেও নিস্তার নেই। অভিযানে পুলিশ পুরুলিয়া শহরে। (নীচে), মানবাজারের পেট্রোল পাম্পে নিষেধাজ্ঞার বোর্ড। — নিজস্ব চিত্র

রাতেও নিস্তার নেই। অভিযানে পুলিশ পুরুলিয়া শহরে। (নীচে), মানবাজারের পেট্রোল পাম্পে নিষেধাজ্ঞার বোর্ড। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০১:১৫
Share: Save:

আগের দিন স্কুল পড়ুয়াদের দেওয়া হয়েছিল পথ চলার পাঠ। মঙ্গলবার পুরুলিয়ার মফস্সল থানার উদ্যোগে একটি মানবাধিকার সংগঠন, পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে হুটমুড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। উদ্দেশ্য— ঝুঁকির যাত্রা নিয়ে লাগাতার প্রচার চালিয়ে, জনমানসে সচেতনতা তৈরি করে পথ দুর্ঘটনায় রাশ টানা।

এ কাজে স্বল্প দৈর্ঘ্যের ছবির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ। এ দিন পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে তৈরি একটি ছবিতে সেই ঝুঁকির যাত্রার কথাই তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি কলকাতা পুলিশের তৈরি আর একটি ছবিও দেখানো হচ্ছে।

কী আছে তাতে?

জেলা পুলিশের ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে হাসিমুখে বিদায় জানিয়ে হেলমেট ছাড়াই এক যুবক বাড়ি থেকে মোটরবাইকে বেরোলেন। রাস্তায় আর এক বেপরোয়া মোটরবাইক আরোহীর সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হলেন তিনি। কলকাতা পুলিশের তৈরি ছবিতে যাচ্ছে রাস্তার মোড়ে সিসিটিভিতে ধরা পড়া বিভিন্ন সময়ের দুর্ঘটনার ছবি।

ছবি দেখানোর পরে একটি আলোচনা শিবিরও হয়। সেখানে হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর ঝুঁকি, পথ চলার বিবিধ সতর্কতা নিয়ে আলোচনা হয়। এ দিনই ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’, এই বার্তা নিয়ে মিছিল করে স্কুল পড়ুয়ারা।

উল্লেখ্য, আগের দিনই পুরুলিয়ার বোরো হাইস্কুলে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পথ চলার পাঠ দেওয়া হয়। প্রায় পাঁচশো পড়ুয়াকে প্রোজেক্টরের মাধ্যমে টুকরো টুকরো ছবিতে দেখানো হয়, কী ভাবে দুর্ঘটনা হয়। তার জন্যে পথচারী থেকে শুরু করে চালকের অসতর্কতা কতটা দায়ী। সংশোধনই বা কী ভাবে করা যেতে পারে। তা পড়ুয়াদের মধ্যে সাড়া ফেলে। এ দিনের শিবিরেও সাড়া পড়েছে। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পারিজাত বিশ্বাস জানান, বিভিন্ন থানা এলাকায় ড্রাইভিং, মূলত মোটরবাইক ড্রাইভিং নিয়ে সচেতনতামূলক প্রচার চলছে। পেট্রোল পাম্পগুলিকেও হেলমেট ছাড়া তেল দিতে নিষেধ করা হয়েছে। তবে এই মর্মে জেলায় এখনও পর্যন্ত নির্দেশ জারি করা হয়নি বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

road safety
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE