Advertisement
১৮ মে ২০২৪

পুরুলিয়ায় গাড়ি উল্টে মৃত্যু স্বেচ্ছাসেবকের

শহরকে স্বাভাবিক রাখার কাজ করছিলেন তাঁরা। সেই কাজেই রঘুনাথপুর থেকে পুরুলিয়া শহরে আসার পথে গাড়ি উল্টে প্রাণ হারালেন সিভিল ডিফেন্স বিভাগের এক স্বেচ্ছাসেবক। পুলিশ জানিয়েছে, মৃত তারাপ্রসন্ন গঙ্গোপাধ্যায় (২৬) রঘুনাথপুর থানার শাঁকা গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুর দুটো নাগাদ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পুরুলিয়া মফস্সল থানার কুস্তাউর গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও পাড়া শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০১:২২
Share: Save:

শহরকে স্বাভাবিক রাখার কাজ করছিলেন তাঁরা। সেই কাজেই রঘুনাথপুর থেকে পুরুলিয়া শহরে আসার পথে গাড়ি উল্টে প্রাণ হারালেন সিভিল ডিফেন্স বিভাগের এক স্বেচ্ছাসেবক। পুলিশ জানিয়েছে, মৃত তারাপ্রসন্ন গঙ্গোপাধ্যায় (২৬) রঘুনাথপুর থানার শাঁকা গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুর দুটো নাগাদ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পুরুলিয়া মফস্সল থানার কুস্তাউর গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবারের ঝড়ে পুরুলিয়া শহরে একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়। রাস্তায় পড়ে থাকা গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ করছিলেন এই স্বেচ্ছাসেবকেরা।

রঘুনাথপুরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট অজয় সেনগুপ্ত জানিয়েছেন, একটি গাড়িতে মোট ছ’জন স্বেচ্ছাসেবক এ দিন রঘুনাথপুর থেকে পুরুলিয়া যাচ্ছিলেন। কুস্তাউর গ্রামের অদূরে গাড়িটি কোনও ভাবে উল্টে যায়। তারাপ্রসন্ন মারা যান। বাকি পাঁচ আরোহীকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রের খবর, ওই গাড়িতে একটি জেনারেটর ছিল। গাড়ি উল্টে যাওয়ায় সেই জেনারেটর এক স্বেচ্ছাসেবকের শরীরে পড়ে যায়। তাঁর অবস্থাই আশঙ্কাজনক।

অজয়বাবুর কথায়, ‘‘এই স্বেচ্ছাসেবকেরা খুবই ভাল কাজ করছিলেন। এ ভাবে এক জনের মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক।’’ হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি স্বেচ্ছাসেবক সৌরভ মিশ্র ও প্রশান্ত মাঝি বলেন, ‘‘গাছ কাটার জন্য আমরা দুটো গাড়িতে রঘুনাথপুর থেকে পুরুলিয়ায় আসছিলাম। আচমকা আমাদের গাড়িটি উল্টে যায়।’’

অন্য দিকে, এ দিনই দুপুরে পাড়া থানার তেতুলহেটি-ভালাগড়া রাস্তায় ভালাগড়া গ্রামের অদূরে বাসের ধাক্কায় মারা যান মোটরবাইক আরোহী এক যুবক। পুলিশ জানিয়েছে, মৃত জসিমুদ্দিন আনসারির (২৩) বাড়ি রঘুনাথপুর থানার শ্বেতপলাশ গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে মোটরবাইকে ভালাগড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জসিমুদ্দিন। গ্রামে ঢোকার মুখের বাঁকে সামনে দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরবাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার পরেই বাস ফেলে পালিয়ে যান চালক ও খালাসি। উত্তেজিত জনতা মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের কয়েক জন বাসটিতে সামান্য ভাঙচুরও করেন। খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু, ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হলে দেহ তুলতে দেওয়া হবে না বলে পুলিশকে জানিয়ে দিয়ে জনতা। পরে রঘুনাথপুরের সিআই সুকান্ত বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা ও মৃতের আত্মীয়দের সঙ্গে আলোচনায় বসে নিয়মমাফিক ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিয়ে আশ্বাস দেওয়ায় দেহ উদ্ধার করতে পারে পুলিশ। চালক ও খালাসি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE