Advertisement
০৬ মে ২০২৪
গড়জয়পুর

পূর্ণাঙ্গ স্টেশনের দাবি, রেল অবরোধ

গড়জয়পুরকে পূর্ণাঙ্গ স্টেশন করা, সেখানে হাতিয়া-টাটানগর প্যাসেঞ্জার ট্রেনের স্টপ দেওয়া এবং কোটশিলা-পুরুলিয়া ৩৩ কিলোমিটার সিঙ্গল লাইনকে ডবল লাইন করার দাবিতে মঙ্গলবার বেশ কিছুক্ষণের জন্য রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

নিজস্ব সংবাদদাতা
জয়পুর শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০১:১৪
Share: Save:

গড়জয়পুরকে পূর্ণাঙ্গ স্টেশন করা, সেখানে হাতিয়া-টাটানগর প্যাসেঞ্জার ট্রেনের স্টপ দেওয়া এবং কোটশিলা-পুরুলিয়া ৩৩ কিলোমিটার সিঙ্গল লাইনকে ডবল লাইন করার দাবিতে মঙ্গলবার বেশ কিছুক্ষণের জন্য রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। গড়জয়পুর স্টেশনে অবরোধ হয়। নেতৃত্বে ছিল গড়জয়পুর নাগরিক সমিতি।

সমিতির মুখপাত্র নেপাল মোদক জানান, ন্যারোগেজ থেকে ব্রডগেজ হওয়ার পর থেকে গড়জয়পুরকে হল্ট স্টেশন করে রাখা হয়েছে। কিন্তু ওই স্টেশন থেকে রোজ অনেক মানুষ যাতায়াত করেন। হাতিয়া-টাটানগর প্যাসেঞ্জার গড়জয়পুরে থামে না। কিন্তু ওই এলাকার মানুষজনের টাটানগর যাওয়ার জন্য ওই সময়ে সেটিই একমাত্র ট্রেন। নেপালবাবুর দাবি, রেলের আধিকারিকেরা এসে তাঁদের সঙ্গে কথা বলে ওই ট্রেনটি আগামী এক মাসের মধ্যে স্টপ দেওয়া শুরু করবে বলে আশ্বাস দিয়েছেন। বাকি দু’টি দাবিও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস মেলার পরে অবরোধ ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Complete Station Rail Blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE