বাজার দিয়ে যাওয়ার পথে যানজটে আটকে পড়েছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। ক্ষুব্ধ হয়ে রাস্তার পাশের অবৈধ দোকান ভাঙার নির্দেশ দেন তিনি। জিএম চলে যাওয়ার পরেই, রাতারাতি সেই নির্দেশ পালনে শুরু হয়ে গেল। বৃহস্পতিবার সকাল থেকেই আদ্রার নর্থ সেটলমেন্টের স্টেশন সংলগ্ন এলাকায় ভাঙা হল অবৈধ দোকান এবং রাস্তা দখল করে থাকা দোকানের অংশ। পুজোর আগে এই ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকার ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ‘ধর তক্তা মার পেরেক’ ঢঙে এই উচ্ছেদ হয়েছে। ব্যবসায়ীদের দিকটি সহানুভূতির সঙ্গে দেখা হয়নি।
বুধবার আদ্রা ডিভিশন পরিদর্শনে এসেছিলেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এস এন অগ্রবাল। মূলত আদ্রা-বোকারো শাখা এবং পুরুলিয়া স্টেশন পরিদর্শনের কর্মসূচি ছিল তাঁর। কিন্তু স্পেশ্যাল ট্রেন থেকে নেমেই আচমকা জিএম চলে যান নর্থ সেটলমেন্টের বাজার এলাকা পরিদর্শনে। রেল সূত্রের খবর, স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন গিয়ে যানজটে আটকে পড়েন জিএম।
ঘটনা হল, স্টেশন লাগোয়া ওই এলাকায় বেশ কিছু অবৈধ দোকান রয়েছে। রাস্তার পাশেই ঠেলায় পসরা নিয়ে দাঁড়িয়ে থাকেন অনেকে। আনাজ নিয়ে বসেন বিক্রেতারা। এর ফলে ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে ওই রাস্তাটি। বড় গাড়ি ঢুকলে যানজট অবধারিত। এই সমস্ত দেখে ক্ষুব্ধ জিএম সঙ্গে থাকা ডিআরএম (আদ্রা)-কে দখলি জমি খালি করিয়ে পুরো রাস্তা পরিষ্কার করানোর নির্দেশ দেন।