Advertisement
০৮ মে ২০২৪

মাধ্যমিকে অনুত্তীর্ণদের ফি জমার দিন পিছোল

নোট বাতিলের ধাক্কায় মাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পরীক্ষা ও সেন্টার ফি জমা নেওয়ার দিন পিছোল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষা দফতর সূত্রের খবর, আগামী ১৫–১৬ ডিসেম্বর গত বারের অনুত্তীর্ণেরা ওই টাকা জমা দিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০২:০০
Share: Save:

নোট বাতিলের ধাক্কায় মাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পরীক্ষা ও সেন্টার ফি জমা নেওয়ার দিন পিছোল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষা দফতর সূত্রের খবর, আগামী ১৫–১৬ ডিসেম্বর গত বারের অনুত্তীর্ণেরা ওই টাকা জমা দিতে পারবেন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ফর্মফিলাপ অবশ্য আগেভাগেই হয়ে যাবে। তবে টাকা ১৫-১৬ তারিখে দিলেই চলবে। এর জন্যে কোনও ফাইন দিতে হবে না।’’

বীরভূম জেলা মাধ্যমিক পরীক্ষার কনভেনর প্রবাল সামন্ত জানান, পরীক্ষার্থীদের সেন্টার ফি ৪০ টাকা ও পরীক্ষা ফি ৬৫ টাকা— মোট ১০৫ টাকা প্রধান শিক্ষকদের ব্যাঙ্ক থেকে ড্রাফট কেটে পর্ষদের অ্যাকাউন্টে জমা দিতে হয়। প্রবালবাবুর কথায়, ‘‘বর্তমানে ব্যাঙ্ককর্মীরা টাকা জমা, নোট বদল এবং টাকা তোলায় ব্যস্ত। এই পরিস্থিতিতে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থেকে প্রধান শিক্ষকদের সেই কাজ করা অসুবিধাজনক।”

জেলা শিক্ষা দফতর সূত্রের খবর, প্রধান শিক্ষকরা তাঁদের অসুবিধার দফতরে জানিয়েছিলেন। সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল বোর্ড সভাপতির কাছে। তারপরেই বুধবার রাতে পর্ষদের সভায় গত বছরের মাধ্যমিক অনুত্তীর্ণদের পরীক্ষা ও সেন্টার ফি বাবদ টাকা নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বছর বীরভূমে মাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থী ৭,০৩৫ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madhyamik exam fees
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE