Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফের জ্বলে উঠল হিড়বাঁধের জঙ্গল

বিরাডি, ইটামারার পর এ বার বাসদেবপুর। ফের আগুন লাগল হিড়বাঁধ রেঞ্জের জঙ্গলে। সোমবার দুপুরে বাঁকুড়ার হিড়বাঁধ থানার বাসদেবপুর জঙ্গলের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
হিড়বাঁধ শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০১:৪১
Share: Save:

বিরাডি, ইটামারার পর এ বার বাসদেবপুর। ফের আগুন লাগল হিড়বাঁধ রেঞ্জের জঙ্গলে। সোমবার দুপুরে বাঁকুড়ার হিড়বাঁধ থানার বাসদেবপুর জঙ্গলের ঘটনা। তবে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশকর্মী এবং সিভিক ভল্যান্টিয়াররা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। দ্রুত আগুন নিভে যায়। জঙ্গলের বাইরের দিকে লাগা এই আগুনে শুকনো পাতা পুড়ে গেলেও সে ভাবে গাছের ক্ষতি হয়নি বলেই বনদফতরের দাবি।

এ দিন দুপুর ১২টা নাগাদ বাসদেবপুর জঙ্গলের এক পাশে আগুন জ্বলতে দেখা যায়। এলাকার বাসিন্দাদের তা প্রথমে নজরে আসে। তাঁরা হিড়বাঁধ থানায় খবর দেন। সবার মিলিত চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।গত শুক্রবার হিড়বাঁধের বিরাডির জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগে। তারপরে শুক্রবার দুপুরে ফের আগুন লাগে ইটামারার জঙ্গলে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের হিড়বাঁধের জঙ্গলে আগুন লাগায় উদ্বিগ্ন বনদফতর। এ দিনও বনকর্তারা একের পর এক আগুন লাগার ঘটনার কারণ খুঁজতে গিয়ে জঙ্গলে কাঠ-পাতা কুড়োতে যাওয়া মানুষজনের জ্বলন্ত বিড়ি বা সিগারেটের টুকরোর অসাবধানে ফেলে দেওয়ার সম্ভাবনার কথা তুলে আনেন।

বনদফতরের হিড়বাঁধ রেঞ্জের আধিকারিক শুকদেব মাহাতো বলেন, “বাসদেবপুর জঙ্গলের একপাশে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়েছে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়েনি। তাই ওই আগুনে গাছেদের ক্ষতি বিশেষ হবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Hirbandh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE