অযোধ্যা পাহাড়ে শিকার উৎসবের আগে হাতি নিয়ে মানুষজনকে সতর্ক করল বন দফতর। সেন্দ্রা পরব উদ্যাপনের জন্য শুধু রাজ্যের বিভিন্ন প্রান্ত নয়, ভিন্ রাজ্য থেকেও মানুষজন পুরুলিয়ার এই পাহাড়ে জড়ো হন। আজ, রবিবার সন্ধ্যা থেকে এই উৎসব পালন শুরু হবে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে এই মুহূর্তে ২৫টি হাতি তিনটি দলে ভাগ হয়ে অবস্থান করছে। কয়েক দিন আগে এ রকমই একটি দলছুট দাঁতালের আক্রমণে এক মহিলার মৃত্যু হয় জয়পুরের ঝালমামড়া গ্রামে। বিয়েবাড়ি উপলক্ষে ওই গ্রামে আসা মহিলাকে ভোরে রাস্তায় সামনে পেয়ে আছাড় মারে হাতিটি। এই দলছুট দাঁতালও এখন পাহাড়েই রয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
বন দফতরের পুরুলিয়া ডিভিশনের আধিকারিক (ডিএফও) দেবাশিস শর্মা জানান, পাহাড়ের তিনটি প্রান্তে হাতিদের তিনটি দল অবস্থান করছে। পাশাপাশি, তিনটি দলছুট দাঁতালও পাহাড়ে রয়েছে। সেন্দ্রা পরব উদ্যাপনের জন্য এ সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ে মানুষজন জড়ো হন। বিভিন্ন রাস্তা দিয়ে তাঁরা পাহাড়ে ওঠেন। সে কারণেই বন দফতর হাতিদের অবস্থান নিয়ে প্রচার শুরু করেছে। এডিএফও অভিষেক চৌধুরী জানান, শুক্রবার রাতে হাতিদের তিনটি দল পাহাড়ের কুচড়িরাখা, পাকুড়পানি ও খামারের দিকে অবস্থান করছিল।