Advertisement
১১ মে ২০২৪
bankura

Bankura: বাঁকুড়ার কুটিরশিল্পে নয়া পালক, টেরাকোটা বালুচরী, ডোকরা নিয়ে ‘কভার’ ডাক বিভাগের

গত কয়েক বছর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের শ্যামরাই , জোড়বাংলা ও মদনমোহন টেরাকোটা মন্দিরের উপর ডাকটিকিট প্রকাশ করেছিল ভারতীয় ডাক বিভাগ।

বাঁকুড়ার টেকাকোটা।

বাঁকুড়ার টেকাকোটা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৭:৪৩
Share: Save:

একাধিক মল্ল স্থাপত্যের পর এবার বাঁকুড়ার চারটি ঐতিহ্যবাহী কুটিরশিল্পের উপর বিশেষ ‘কভার’ প্রকাশ করতে চলেছে ডাক বিভাগ। ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ঐতিহ্যবাহী বালুচরি শাড়ি , টেরাকোটা , পটচিত্র এবং মাদুর শিল্প নিয়ে এই বিশেষ কভার প্রকাশ করা হবে । আগামী ২৯ নভেম্বর বাঁকুড়ার এডোয়ার্ড মেমোরিয়াল হলে ‘বাঁকুড়াপেক্স -২০২১’ শীর্ষক ভার্চুয়াল ডাক টিকিট প্রদর্শনীতে এই বিশেষ ‘কভার’ প্রকাশ করা হবে।

গত কয়েক বছর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের শ্যামরাই , জোড়বাংলা ও মদনমোহন টেরাকোটা মন্দিরের উপর ডাকটিকিট প্রকাশ করেছিল ভারতীয় ডাক বিভাগ। বাঁকুড়ার নিজস্ব প্রাচীন স্থাপত্যের প্রতি ডাক বিভাগের সেই স্বীকৃতিতে একদিকে যেমন রাঢ় বঙ্গের ডাক টিকিট সংগ্রাহকরা উৎসাহিত হয়েছিলেন তেমনই খুশি হয়েছিল বাঁকুড়ার আপামর মানুষ ।

ডাক বিভাগের বাঁকুড়া ডিভিশনের আধিকারিক মধুসূদন রায় বলেন, “ডাক বিভাগের উদ্যোগে সারা দেশে ৩০ টি জায়গায় ডাকটিকিট সংগ্রহ প্রদর্শনী হচ্ছে। তার মধ্যে এ রাজ্যে শুধুমাত্র বাঁকুড়ায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২৯ এবং ৩০ ডিসেম্বর। ওই প্রদর্শনীতেই বাঁকুড়ার ঐতিহ্যবাহী বালুচরি শাড়ি, টেরাকোট , পটচিত্র ও মাদুর শিল্পের উপর বিশেষ কভার প্রকাশ করা হবে।’’

বাঁকুড়ার ঐতিহ্যবাহী চারটি কুটিরশিল্পের উপর ডাক বিভাগ বিশেষ ‘কভার’ প্রকাশ করায় খুশি ওই জেলার শিল্পীরা । বিষ্ণুপুরের বালুচরি শিল্পী অমিতাভ পাল বলেন, “ভারতীয় ডাক বিভাগ আমাদের কুটিরশিল্পকে নিজেদের বিশেষ ‘কভারে’ স্থান দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এর ফলে শুধু আমাদের দেশে নয় বিদেশের বাজারেও আমাদের শিল্পের প্রচার ও প্রসার বৃদ্ধি পাবে। কুটিরশিল্পগুলির আন্তর্জাতিক বাজার ধরার ক্ষেত্রেও ডাক বিভাগের এই উদ্যোগ সহায়ক হবে বলে আমাদের আশা।’’

ডাকটিকিট সংগ্রাহক তথা ‘দুর্গাপুর ফিলাটেলিক অ্যান্ড নিউমিসম্যাটিক’ সোসাইটি’-র সম্পাদক সনৎকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “ ডাক বিভাগ প্রকাশিত এই ধরনের বিশেষ ডাক টিকিট ও কভার ডাক টিকিট সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান। বাঁকুড়ার চারটি কুটিরশিল্পের উপর এই ধরনের বিশেষ ‘কভার’ প্রকাশের খবর ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশের বহু ডাকটিকিট সংগ্রাহক সেগুলি নিজেদের সংগ্রহে রাখার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই প্রচারের ফলে কুটিরশিল্পগুলির যুক্ত শিল্পীরা লাভবান হবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE