Advertisement
E-Paper

মুরারইয়ের চিঠি

মুরারই ২পাইকর গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহে প্রকল্পে এলাকাবাসীর চাহিদা মতো পানীয় জল পাওয়া যায় না। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে আরোও বেশি সময় জল সরবরাহ করা উচিত। এছাড়াও পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জলে মাঝে মাঝে পোঁকা ও কেঁচো পাওয়া যায়। মাঝে মাঝে জলের রির্জাভার পরিস্কার এবং পাইপ লাইনের সংযোগ পরীক্ষা করা উচিত।

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:১৬
নিকাশি নালা ঢেকেছে আগাছায়। নিজস্ব চিত্র।

নিকাশি নালা ঢেকেছে আগাছায়। নিজস্ব চিত্র।

পরিস্রুত জল চাই

পাইকর গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহে প্রকল্পে এলাকাবাসীর চাহিদা মতো পানীয় জল পাওয়া যায় না। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে আরোও বেশি সময় জল সরবরাহ করা উচিত। এছাড়াও পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জলে মাঝে মাঝে পোঁকা ও কেঁচো পাওয়া যায়। মাঝে মাঝে জলের রির্জাভার পরিস্কার এবং পাইপ লাইনের সংযোগ পরীক্ষা করা উচিত। পাইকর গ্রামে জল নিকাশি ব্যবস্থাও খারাপ। এলাকার বেশির ভাগ নালা আগাছা এবং ঝোপ জঙ্গলে মজে গিয়েছে। আবার কিছু কিছু জায়গায় নিকাশি নালা খোলা থাকার জন্য প্লাস্টিক এবং জঞ্জালে ভর্তি হয়ে আছে। কিছু কিছু জায়গায় নিকাশি নালা অভাবে রাস্তার উপর জল বয়ে যায়। নিকাশি ব্যবস্থা নিয়ে মুরারই ২ পঞ্চায়েত সমিতি এবং পাইকর ১ গ্রাম পঞ্চায়েতের আরো বেশি নজর দেওয়া উচিত।

ইন্দ্রাণী দত্ত ও নবনীতা রায়(শিক্ষিকা)

যোগাযোগ ব্যবস্থা বাড়ানো খুব দরকার

মুরারই ২ ব্লকের প্রশাসনিক কার্যালয় পাইকর গ্রামে অবস্থিত। ট্রেন যোগাযোগ ব্যবস্থায় এক দিকে মুরারই স্টেশন আর একদিকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর স্টেশনে এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে হয়। সড়কপথে মুরারই–রঘুনাথগঞ্জ রাস্তা আর চাতরা থেকে হিয়াতনগর রাস্তার উপর এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে হয়। পাইকর থেকে সিউড়ি যোগাযোগ ব্যবস্থার জন্য সরকারি বাস আগে ছিল, এখন আর নেই। এছাড়াও সরাসরি সিউড়ি যাওয়ার বেসরকারি বাসের সংখ্যাও কম। রামপুরহাট, সিউড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য পাইকর, জাজিগ্রাম, হরিষপুর এই সমস্ত আরও বেশি বেসরকারি বাস চালু করার প্রয়োজন আছে। এবং প্রত্যেকটি রুটে একটা করে সরকারি বাস চালু করার দাবি জানাই। এছাড়াও মুরারই ২ ব্লকে যোগাযোগ ব্যবস্থা ভাল করার জন্য পাইকর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মীরপুর গ্রামে সেতু নির্মাণের প্রয়োজন আছে।

শুভাশিস চট্টোপাধ্যায় (স্থানীয় বাসিন্দা)

রাস্তাজুড়ে নর্দমা। নিজস্ব চিত্র।

বেহাল পরিষেবা

মুরারই ২ ব্লকের প্রশাসনিক কার্যালয় পাইকরে অবস্থিত। পাইকরে বিএসএনএল পরিষেবা অত্যন্ত খারাপ। এর ফলে যথার্থ ভাবে ইন্টারনেট, ব্রড ব্র্যান্ড, মোবাইল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুরারই ২ ব্লকের কয়েক হাজার গ্রাহক। পাইকর গ্রাম ক্রমশ জনসংখ্যার দিক থেকে এবং আয়তনের দিক থেকে বেড়েই চলেছে। এলাকায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বিভিন্ন রকম নাগরিক পরিষেবার চাহিদাও বাড়ে। পাইকর গ্রামে জঞ্জাল ফেলার জন্য পাড়ায় পাড়ায় বা হাটে বাজারে কোথাও নির্দিষ্ট জায়গা এখনও গড়ে তোলা হয়নি। এলাকায় জঞ্জাল ফেলার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হোক।

মৌমিতা মালাকার(শিক্ষিকা),

পিনাকী চট্টোপাধ্যায়(সরকারি কর্মী)

রেজিস্ট্রি অফিস চাই

মুরারই ২ ব্লক একটি পৃথক স্বতন্ত্র ব্লক। মুরারই ২ ব্লকের অধীন ৯ টি পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতির কার্যালয় ভবন, বিএলআরও অফিস, ব্লক স্বাস্থ্য কেন্দ্র, পোস্ট অফিস-সহ প্রায় সমস্ত সরকারি অফিস পাইকরে আছে। কিন্তু মুরারই ২ ব্লকে জমি রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিস না থাকার জন্য মুরারই ২ পঞ্চায়েত সমিতির অধীন ৯ টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জমি রেজিস্ট্রি করার জন্য মুরারই শহরে যেতে হয়। এর ফলে দূর দূরান্ত গ্রাম থেকে মুরারই যাতায়াতের জন্য হয়রান হতে হয় মুরারই ২ ব্লকের বাসিন্দাদের। মুরারই ২ ব্লকে রেজিস্ট্রি অফিসের প্রয়োজন আছে। এছাড়া মুরারই ২ ব্লকের বিদ্যুৎ গ্রাহকদের জন্য পাইকরে একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলার আবেদন জানাই। পাইকরের টাউন লাইব্রেরী একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বেশ কিছু দিন ধরে জেলার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে স্থায়ী গ্রন্থাগারিক ও কর্মী নেই। নাইট গার্ড দিয়ে লাইব্রেরী চলছে।

নুরুল ইসলাম (ব্যবসায়ী) ও বাবু কোনাই
(স্থানীয় বাসিন্দা)

Muraroi Letter Birbhum drinking water
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy