Advertisement
১৮ মে ২০২৪

মাধ্যমিকে তৃতীয় হয়েও মিলল না পছন্দের বিষয়

কাউন্সিলরের এই নির্দেশে দীপ্তেশের পরিবার হতাশ। শিক্ষাবর্ষের তিন মাস পেরিয়ে যাওয়ার পরে কী ভাবে ছেলের ইচ্ছেপূরণ করা যায় তাই নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। আর পছন্দ মতো বিষয় না পেয়ে কী ভাবে উচ্চ শিক্ষা লাভে এগিয়ে যাবে তাই নিয়ে চিন্তিত দীপ্তেশ।

মাধ্যমিকের রেজাল্টের দিনে। ফাইল চিত্র

মাধ্যমিকের রেজাল্টের দিনে। ফাইল চিত্র

অপূর্ব চট্টোপাধ্যায়
রামপুরহাট শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ০১:৫৩
Share: Save:

বড় হয়ে পরিসংখ্যানবিদ হতে চায় সে। কিন্তু, এলাকার স্কুলে নিজের পছন্দের স্ট্যাটিসটিক্স (সংখ্যাতত্ত্ব) পড়ানো হয় না। তাই নিজের পুরানো স্কুলে যাতে পড়ানোর ব্যবস্থা করা হয় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত ভাবে আবেদনও করেছিল সে। রাজ্যে মাধ্যমিকে তৃতীয়, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র দীপ্তেশ পালের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী বিষয়টি শিক্ষা দফতরকে দেখার নির্দেশ দেন। কিন্তু তা সত্ত্বেও পর্যদ থেকে শুক্রবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দিল শিক্ষক না থাকার জন্য আপাতত ওই স্কুলে স্ট্যাটিসটিক্স বিষয় পড়ানো যাবে না।

কাউন্সিলরের এই নির্দেশে দীপ্তেশের পরিবার হতাশ। শিক্ষাবর্ষের তিন মাস পেরিয়ে যাওয়ার পরে কী ভাবে ছেলের ইচ্ছেপূরণ করা যায় তাই নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। আর পছন্দ মতো বিষয় না পেয়ে কী ভাবে উচ্চ শিক্ষা লাভে এগিয়ে যাবে তাই নিয়ে চিন্তিত দীপ্তেশ। বাবা দেবদুলাল পাল বলেন, ‘‘ছেলে অঙ্কতে বরাবর ভালো। উচ্চশিক্ষা লাভের জন্য স্ট্যাটিসটিক্স নিয়ে পড়ার ইচ্ছে। কিন্তু এলাকার কোনও স্কুলে স্ট্যাটিসটিক্স পড়ানো হয় না। তবুও জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুলে যাতে স্ট্যাটিসটিক্স বিষয় পড়ানো হয় তার জন্য গত ১৩ জুন মুখ্যমন্ত্রী যে দিন মাধ্যমিকের কৃতী ছাত্রদের সংবর্ধনা দেন, সে দিন মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করে ছেলে।’’

জানা যায়, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো স্কুল শিক্ষা দফতর এর পরে স্কুলে তদন্ত করতে আসে। স্কুল কর্তৃপক্ষ পর্যদকে জানিয়ে দেয় স্কুলে দু’জন শিক্ষক আছেন যারা স্ট্যাটিসটিকস পড়াতে পারেন। এবং তাঁদের পড়াতে কোনও আপত্তি নেই বলে জানিয়ে দেন। শিক্ষা দফতর, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ও এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু শুক্রবার পর্যদ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, নতুন করে স্ট্যাটিসটিক্স বিষয়টি পড়ানো যাবে না।

দীপ্তেশ পালের পরিবার জানায়, তিন মাস পরে এই নির্দেশ জানতে পেরে এখন কোনও বিষয় নিয়ে পড়াশোনা করবে বুঝতে পারছে না দীপ্তেশ। এ দিকে স্কুলে অন্য পড়ুয়াদের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন হয়ে গেলেও কোনও বিষয় নিয়ে জটিলতা না কাটার জন্য দীপ্তেশ এর এখনও রেজিস্ট্রেশন হয়নি। জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকাশ কুমার দে বলেন, ‘‘স্কুলে স্ট্যাটিসটিক্স জানা দু’জন শিক্ষকের অ্যাপ্রুভাল এবং নো অবজেকশনের কাগজপত্র শিক্ষা দফতরে পাঠানো হয়েছিল। শিক্ষা দফতর থেকেও তদন্ত করেছে। কিন্তু শুক্রবার কাউন্সিল থেকে জানিয়েছে ওই বিষয়ের শিক্ষক না থাকার জন্য স্কুলে স্ট্যাটিসটিক্স বিষয় চালু করা যাবে না।’’

জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক রেজাউল হক বলেন, ‘‘শিক্ষা দফতর এনকোয়ারি রিপোর্ট কাউন্সিলে পাঠানো হয়েছিল। কাউন্সিল এর সিদ্ধান্ত এখনও হাতে পাইনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE