Advertisement
০২ মে ২০২৪
প্রয়াণ দিবসে মালা দিলেন কাশীপুরের স্থানীয় তৃণমূল নেতা

অনাদরে পড়ে রাজীব গাঁধীর মূর্তি

প্রয়াণ দিবসে একটি মালাও ছিল না প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর আবক্ষ মূর্তিতে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কংগ্রেস কর্মীদের রবিবার সকাল থেকে সেখানে দেখাও যায়নি।

একা: কাশীপুরে রাজীবমূর্তি। নিজস্ব চিত্র

একা: কাশীপুরে রাজীবমূর্তি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২২ মে ২০১৭ ০১:৪৭
Share: Save:

প্রয়াণ দিবসে একটি মালাও ছিল না প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর আবক্ষ মূর্তিতে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কংগ্রেস কর্মীদের রবিবার সকাল থেকে সেখানে দেখাও যায়নি। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে সেই দৃশ্য দেখে মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন এক তৃণমূল নেতা। কাশীপুরের ঘটনা।

কাশীপুর হাটতলা-রাজবাড়ি মোড়ে স্থানীয় গার্লস স্কুলের অদূরে রাজীব গাঁধীর একটি মূর্তি রয়েছে। তরুণ সঙ্ঘ গ্রন্থাগারের মূল দরজার পাশে ওই আবক্ষ মূর্তিটি স্থাপন করেছিল কংগ্রেস। রবিবার ছিল রাজীব গাঁধীর প্রয়াণ দিবস। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সহদেব মাহাতো বলেন, ‘‘আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখি রাস্তার পাশে অনাদরে আবর্জনার মাঝে রাজীব গাঁধীর মূর্তিটি বড়ই অনাদরে রয়েছে। এ দিন তাঁর প্রয়াণ দিবস। তাই মালা আনিয়ে আমিও শ্রদ্ধা জানালাম।’’ তাঁর কথায়, ‘‘আমরা তো সবাই এক সময়ে কংগ্রেস করতাম। তাঁর আদর্শও আমাদের মধ্যেও রয়েছে।’’

কাশীপুরের বাসিন্দা কংগ্রেসের জেলা কমিটির সদস্য বসন্ত পট্টনায়ক প্রয়াত নেতার মূর্তিতে শ্রদ্ধা অর্পণ করা হয়নি জেনে অস্বস্তিতে পড়েন। তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘প্রয়াত প্রধানমন্ত্রীর আবক্ষ মূর্তিটি অনাদরে একধারে পড়ে রয়েছে। এটা ঠিক নয়। ওই মূর্তিটি যাতে যথাযোগ্য মর্যাদায় রক্ষিত হয় তা দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE