Advertisement
০৩ মে ২০২৪

নানা রবীন্দ্রনাথকেও চেনাক বিশ্বভারতী, জন্মদিনে প্রস্তাব

শুধু কবি রবীন্দ্রনাথ নয়, নানা রবীন্দ্রনাথকে চেনাতে উদ্যোগী হোক বিশ্বভারতী— মঙ্গলবার ২৫ বৈশাখের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই আবেদন রাখলেন চিত্রকর তথা সাংসদ যোগেন চৌধুরী।

গানে-গানে: মাধবী বিতানে রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

গানে-গানে: মাধবী বিতানে রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১৪:৩০
Share: Save:

শুধু কবি রবীন্দ্রনাথ নয়, নানা রবীন্দ্রনাথকে চেনাতে উদ্যোগী হোক বিশ্বভারতী— মঙ্গলবার ২৫ বৈশাখের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই আবেদন রাখলেন চিত্রকর তথা সাংসদ যোগেন চৌধুরী। তাঁর কথায়, ‘‘রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা থেকে বিশ্বচিন্তা, সমাজসংস্কার থেকে সৌভ্রাতৃত্ব ভাবনা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। সেটাও সকলের জানা জরুরি। তাতে লাভ সকলেরই।’’

এমন প্রস্তাব পেয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত ওই অনুষ্ঠানেই বলেন, ‘‘ইতিমধ্যেই কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব স্তরের সঙ্গে আলোচনার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সহযোগিতায় এমন কাজে এগিয়ে যাবে বিশ্বভারতী।”

রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শান্তিনিকেতন তো বটেই জেলার তিন মহকুমার নানা প্রান্তে সাড়ম্বরে পালিত হল দিনটি। বোলপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় রবীন্দ্রনাথের উপর একটি ‘গীতি আলেখ্য’ পরিবেশন করেন স্কুল ছাত্রেরা। আনুষ্ঠানিক উদ্বোধন হয় স্কুলের ই-লাইব্রেরির। প্রাক্তনী তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক রামবহাল তেওয়ারির মতো বিশিষ্ট প্রাক্তনীরা ছিলেন অনুষ্ঠানে। নানা ভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করে বোলপুরের মহকুমাশাসক শম্পা হাজরা, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তীরা। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা পড়ুয়াদের সামনে তুলে ধরেন প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু।

চতুরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ছিল ‘আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার’ শীর্ষক একটি সাংস্কৃতিক সন্ধ্যা। বোলপুরের লায়েক বাজার কমিউনিটি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যনাট্য চণ্ডালিকা। সিঙ্গি পঞ্চায়েতের আমধারা গ্রামে জন্মজয়ন্তী পালিত হয়। পঞ্চায়েতের প্রধান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক-সহ বহু সমাজসেবী যোগ দিয়েছিলেন ওই অনুষ্ঠানে। বোলপুরের দুর্গামাতা ক্লাবও নানা ভাবে স্মরণ করে কবিকে। ক্লাবের সাংস্কৃতিক পরিচালক তথা বোলপুর নৃত্যনিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের ডিরেক্টর অভিষেক দত্ত জানান, সন্ধ্যায় মঞ্চস্থ হয় চণ্ডালিকা। বিকেলের অনুষ্ঠানে ছিল বসে আঁকো, আবৃত্তি, রবীন্দ্রনৃত্য। ভুবনডাঙা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরার উদ্যোগে কুয়োতলা রবীন্দ্রমূর্তি প্রাঙ্গণে জন্মদিনের অনুষ্ঠান হয়। লজমোড়ের কাছেও যথাযথ মর্যাদায় পালিত হয় কবির জন্মদিন।

নানা অনুষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী পালিত হয় ময়ূরেশ্বরের লোকপাড়া সবুজকলি বিদ্যাপীঠেও। ছিলেন প্রাক্তন শিক্ষক কৃষ্ণগোপাল কর্মকার, স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং সম্পাদক সুভাষচন্দ্র ঘোষ, চন্দ্রনীল ঘোষ, পরিচালন সমিতির সদস্য সুশান্ত পাল প্রমুখ। প্রধান শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য জানান, অভিভাবকেরাও অনুষ্ঠানে যোগ দেন। গানে, নাচ-নাটকে দিনটি পালিত হয় স্থানীয় কুলিয়াড়া হেমশশী প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দাস জানান, ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্রভাবনা জাগাতেই এই উদ্যোগ। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের সদরহাট আদিবাসী প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের আঁকা ছবির দেওয়াল পত্রিকাও প্রকাশিত হয়। ছিলেন ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, মল্লারপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরুণকুমার মণ্ডল প্রমুখ। প্রধান শিক্ষক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় জানান, পরে ছাত্রছাত্রীদের লেখা নিয়েও দেওয়াল পত্রিকা প্রকাশ করা হবে।

রামপুরহাট মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে শহরের শহিদ ক্ষুদিরাম প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী উৎসব হয়। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা-সহ শিক্ষক, শিক্ষিকারা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করেন। ১৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মীরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালাদান-সহ এলাকার দেড়শো শিশু ও পথ চলতি মানুষকে পেন ও চকলেট বিলি করেন। এ দিন সকালে রামপুরহাট প্রণব শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী সত্যজিৎ মজুমদার। রামপুরহাট স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতনেও সাড়ম্বরে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়। রামপুরহাটের বিভিন্ন সাংস্কৃতিক দলের কর্মীদের উদ্যোগে রামপুরহাট থানার শ্যামপাহাড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। সন্ধ্যায় শহরের ১৬ নম্বর ওয়ার্ডে মহামায়া সঙ্ঘের দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE